মোঃ সাফি।।
কুমিল্লা চান্দিনা উপজেলার ৯ নং মাইজখার ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পানিপাড়া দক্ষিণপাড়া এলাকার শতাধিক পরিবারে চলাচলের রাস্তাটি দীর্ঘদিন ধরে ভাঙ্গা অবস্থায় ছিলো। সড়কটি দিয়ে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো লোকজনের।
ভাঙ্গা এই সড়টির বিষয়ে কুমিল্লা চান্দিনা উপজেলার কৃষকলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ জালাল উদ্দিন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক প্রান গোপাল দত্ত’কে অবহিত করে।
পরে অধ্যাপক প্রান গোপাল দত্ত নিজস্ব তহবিল থেকে রাস্তাটি মেরামত করার জন্য মোঃ জালাল উদ্দিন’কে ২ লক্ষ টাকা প্রদান করেন।
এই টাকা দিয়ে মোঃ জালাল উদ্দিন দিনরাত পরিশ্রম করে প্রায় ১ কিলোমিটার রাস্তায় ইট, বালি ফেলে চলাচলের উপযোগী করে তুলেন।
রাস্তাটি সংস্কার হওয়ায় ওই এলাকার লোকজন অধ্যাপক প্রান গোপাল দত্ত’কে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অধ্যাপক প্রান গোপাল দত্ত বলেন, আগামী দিনেও এই ধরনের সমাজসেবা মুলক কাজ অব্যাহত থাকবে।