০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচংয়ে কোরপাই থেকে নাজিরা বাজার পর্যন্ত টহল-চেকপোস্টে তল্লাশি জোরদার কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার কুমিল্লায় নাশকতার অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার কুমিল্লা–৬ আসনে টানা কর্মসূচির দশম দিনে হাজী ইয়াছিনের পক্ষে গণস্বাক্ষর অভিযান তিন মাস পর বাসায় ফিরেছে মাইলস্টোন ট্র্যাজেডির কুমিল্লার যমজ দুইবোন জামায়াত ক্ষমতায় গেলে ঘুষ জাদুঘরে পাঠানো হবে- কুমিল্লায় সরওয়ার ছিদ্দিকী চৌদ্দগ্রামে কামরুল হুদার পক্ষে ঘোলপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের লিফলেট বিতরণ ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচন, কোনো শক্তিই ঠেকাতে পারবে না: কুমিল্লায় প্রেস সচিব কুমিল্লায় হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার আহত প্রবাসী সেলিমের দেশে ফেরার টিকিট দিলেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার

এতিম শিশুদের জন্য পুরো এক মাসের খাবার দিলেন কুমিল্লার ২০০২-০৪-বন্ধুরা

  • তারিখ : ০৯:০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
  • 99

স্টাফ রিপোর্টার।
এতিমখানার শিশুদের জন্য পুরো এক মাসের খাবার তুলে দিলেন এসএসসি ২০০২ ও এইচএসসি ২০০৪ বাংলাদেশ এর কুমিল্লার বন্ধুরা। খাবার পেয়ে আনন্দিত এতিম শিশুরা।

মঙ্গলবার দুপুরে গ্রুপের সদস্যরা কুমিল্লার আদর্শ সদর উপজেলার শিমড়া হুব্বুন্নাবী হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানায় উপস্থিত হন। ওই মাদ্রাসায় অর্ধশত শিক্ষার্থী রয়েছে। তাদের একমাসের ৯ মন চাল, ২০ লিটার তেল, ৩০ কেজী ডাল, পর্যাপ্ত পরিমান পেয়াজ ও লবন তুলে দেন এতিমখানার প্রতিষ্ঠাতা আনিস মোর্শেদের হাতে।

এতিম শিশু শিক্ষার্থীর এক মাসের খাবার পেয়ে আনন্দিত মাদ্রাসার পরিচালক আনিস মোর্শেদ। অনুভূতি ব্যক্ত করে আনিস মোর্শেদ বলেন, স্থানীয়দের সহযোগিতায় চলছে এতিমখানাটি। এখানে যে সব শিশু কোরান শিক্ষা গ্রহণ করে তারা বেশিরভাগ এতিম ও নিম্ন আয়ের মানুষজনের সন্তান। তাদের খাবার যোগাড় করতে আমাকে হিমশিম খেতে হয়। আজ ২০০২ ও ২০০৪ বন্ধু সংগঠনটি পুরো একমাসের রসদ তুলে দিলো। আমাদের তাদের জন্য মনভরে দোয়া করি।

এতিম শিশুদের মাঝে খাবার তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন এসএসসি ২০০২ ও এইচএসসি ২০০৪ বাংলাদেশ এর কুমিল্লার বন্ধু মিথিলা মজুমদার মুমু, জিয়াউল হাসান বনি, কামাল খান বুলি ও কালিপদ দেবনাথ।

বরাবরের মতো এবারের আয়োজনেও সহযোগীতায় ছিল কুমিল্লার আরো বন্ধুরা।

error: Content is protected !!

এতিম শিশুদের জন্য পুরো এক মাসের খাবার দিলেন কুমিল্লার ২০০২-০৪-বন্ধুরা

তারিখ : ০৯:০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১

স্টাফ রিপোর্টার।
এতিমখানার শিশুদের জন্য পুরো এক মাসের খাবার তুলে দিলেন এসএসসি ২০০২ ও এইচএসসি ২০০৪ বাংলাদেশ এর কুমিল্লার বন্ধুরা। খাবার পেয়ে আনন্দিত এতিম শিশুরা।

মঙ্গলবার দুপুরে গ্রুপের সদস্যরা কুমিল্লার আদর্শ সদর উপজেলার শিমড়া হুব্বুন্নাবী হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানায় উপস্থিত হন। ওই মাদ্রাসায় অর্ধশত শিক্ষার্থী রয়েছে। তাদের একমাসের ৯ মন চাল, ২০ লিটার তেল, ৩০ কেজী ডাল, পর্যাপ্ত পরিমান পেয়াজ ও লবন তুলে দেন এতিমখানার প্রতিষ্ঠাতা আনিস মোর্শেদের হাতে।

এতিম শিশু শিক্ষার্থীর এক মাসের খাবার পেয়ে আনন্দিত মাদ্রাসার পরিচালক আনিস মোর্শেদ। অনুভূতি ব্যক্ত করে আনিস মোর্শেদ বলেন, স্থানীয়দের সহযোগিতায় চলছে এতিমখানাটি। এখানে যে সব শিশু কোরান শিক্ষা গ্রহণ করে তারা বেশিরভাগ এতিম ও নিম্ন আয়ের মানুষজনের সন্তান। তাদের খাবার যোগাড় করতে আমাকে হিমশিম খেতে হয়। আজ ২০০২ ও ২০০৪ বন্ধু সংগঠনটি পুরো একমাসের রসদ তুলে দিলো। আমাদের তাদের জন্য মনভরে দোয়া করি।

এতিম শিশুদের মাঝে খাবার তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন এসএসসি ২০০২ ও এইচএসসি ২০০৪ বাংলাদেশ এর কুমিল্লার বন্ধু মিথিলা মজুমদার মুমু, জিয়াউল হাসান বনি, কামাল খান বুলি ও কালিপদ দেবনাথ।

বরাবরের মতো এবারের আয়োজনেও সহযোগীতায় ছিল কুমিল্লার আরো বন্ধুরা।