কুমিল্লায় অনুমতি ছাড়া গ্যাস সিলিন্ডার তৈরি, জরিমানা ৫০ হাজার

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রামে গুণগত মান নিশ্চিত না করে গ্যাস সিলিন্ডার উৎপাদন, বিক্রি ও বিতরণের দায়ে ইউনিভার্সেল গ্যাস এন্ড গ্যাস সিলিন্ডার লিমিটেড কোম্পানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার কাইচ্ছুটি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে চৌদ্দগ্রামে ইউনিভার্সেল কোম্পানি গ্যাস সিলিন্ডার উৎপাদন, বিক্রি ও বিতরণ করে আসছে। খবর পেয়ে দুপুরে অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং দ্রুত বিএসটিআই থেকে পণ্যের মান যাচাইপূর্বক লাইসেন্স নিতে বলা হয়েছে।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন বিএসপিআইয়ের সহকারী পরিচালক (সিএম) মো. শহিদুল ইসলাম ও পরিদর্শক (মেট) মো. হাফিজুর রহমান।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page