০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের রুবি জয়ন্তী উপলক্ষে ৯৭ ব্যাচের আলোচনা ও রেজিস্ট্রেশন দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়া যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা কুমিল্লার লাভলী আক্তারকে সম্মাননা স্মারক প্রদান কক্সবাজারের আনন্দযাত্রা সড়কেই শেষ, কুমিল্লার একই পরিবারের ৫ জন নিহত ক্যান্সার আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা বাঁচতে চায় মুরাদনগরে শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুবিতে রোটারেক্ট ক্লাবের উদ্যোগে ‘স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লায় নিখোঁজ হওয়ার দুই দিন পর ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার

  • তারিখ : ১১:২৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
  • 58

মেঘনা প্রতিনিধি।।
কুমিল্লার মেঘনা উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. জিহান নামের চার বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার মানিকারচর ইউনিয়নের জয়পুরবাঘাইকান্দি গ্রামের উত্তর পাড়ার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করে মেঘনা থানার পুলিশ।

পরে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। নিহত শিশুটি ওই গ্রামের প্রবাসী লিটন মিয়ার ছেলে।

মেঘনা থানার পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার দুপুর ১২টার দিকে প্রতিবেশী শিশুদের সঙ্গে মো. জিহান খেলতে যায়। এরপর আর বাড়িতে ফেরেনি। জিহানের পরিবারের সদস্যরা প্রতিবেশীদের বাড়িতে অনেক খোঁজাখুঁজির পর এলাকায় মাইকিং করেন। জিহানের খোঁজ না পেয়ে তাঁর মা কমলা বেগম রোববার রাতে মেঘনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মঙ্গলবার সকালে ফজরের নামাজ আদায় করার পর এলাকার কয়েকজন নারী জিহানদের বাড়ির পাশের ডোবার কাছে দেখেন, কয়েকটি শিয়াল একটি শিশুর লাশ কামড়ে ডোবা থেকে ওপরে ওঠানোর চেষ্টা করছে। লোকজন দেখে শিয়ালগুলো দৌড়ে পালিয়ে যায়। লাশটি শিশু জিহানের বলে শনাক্ত করেন তাঁরা। ঘটনাটি স্থানীয় লোকজন মেঘনা থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আজ সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করে।

মেঘনা থানার উপপরিদর্শক (এসআই) আবু হেনা মোস্তফা মো. রেজা বলেন, নিহত চার বছরের শিশু মো. জিহানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে মো. জিহান পানিতে ডুবে মারা গেছে। লাশের পা, বুক, হাতের অংশ শিয়াল খেয়ে ফেলেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় আজ দুপুরে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

error: Content is protected !!

কুমিল্লায় নিখোঁজ হওয়ার দুই দিন পর ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার

তারিখ : ১১:২৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩

মেঘনা প্রতিনিধি।।
কুমিল্লার মেঘনা উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. জিহান নামের চার বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার মানিকারচর ইউনিয়নের জয়পুরবাঘাইকান্দি গ্রামের উত্তর পাড়ার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করে মেঘনা থানার পুলিশ।

পরে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। নিহত শিশুটি ওই গ্রামের প্রবাসী লিটন মিয়ার ছেলে।

মেঘনা থানার পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার দুপুর ১২টার দিকে প্রতিবেশী শিশুদের সঙ্গে মো. জিহান খেলতে যায়। এরপর আর বাড়িতে ফেরেনি। জিহানের পরিবারের সদস্যরা প্রতিবেশীদের বাড়িতে অনেক খোঁজাখুঁজির পর এলাকায় মাইকিং করেন। জিহানের খোঁজ না পেয়ে তাঁর মা কমলা বেগম রোববার রাতে মেঘনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মঙ্গলবার সকালে ফজরের নামাজ আদায় করার পর এলাকার কয়েকজন নারী জিহানদের বাড়ির পাশের ডোবার কাছে দেখেন, কয়েকটি শিয়াল একটি শিশুর লাশ কামড়ে ডোবা থেকে ওপরে ওঠানোর চেষ্টা করছে। লোকজন দেখে শিয়ালগুলো দৌড়ে পালিয়ে যায়। লাশটি শিশু জিহানের বলে শনাক্ত করেন তাঁরা। ঘটনাটি স্থানীয় লোকজন মেঘনা থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আজ সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করে।

মেঘনা থানার উপপরিদর্শক (এসআই) আবু হেনা মোস্তফা মো. রেজা বলেন, নিহত চার বছরের শিশু মো. জিহানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে মো. জিহান পানিতে ডুবে মারা গেছে। লাশের পা, বুক, হাতের অংশ শিয়াল খেয়ে ফেলেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় আজ দুপুরে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।