কুমিল্লায় বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ দুই ভারতীয় নাগরিক আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার ১০১ কেজি গাঁজা এবং সাড়ে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দু’জন ভারতীয় এবং একজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে র‌্যাব।

রবিবার(৫ ফেব্রুয়ারি) রাতে জেলার কোতোয়ালি থানার শালধর এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-১১ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলো ভারতের ত্রিপুরা সিপাহীজলা জেলার সোনামুড়া থানার কুলুবাড়ী গ্রামের হারুন মিয়ার ছেলে ফারুক হোসেন ওরফে সাদ্দাম, একই গ্রামের মোরশেদ মিয়ার ছেলে মাসুম মিয়া এবং কুমিল্লা জেলার চাঁনপুর গ্রামের মোঃ ইদ্রিস মিয়ার ছেলে গোলাম রাব্বি ইসলাম পাপ্পু।

মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের আটকের ঘটনা স্বীকার করে মেজর সাকিব হোসেন জানান, মাদক উদ্ধার এবং তিনজন আটকের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

You cannot copy content of this page