দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বারে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. রিয়াজ ওরফে রিমন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার চরবাকর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রিয়াজ দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ গ্রামের রুস্তম আলীর ছেলে।
মামলা বিবরণে জানা যায়, প্রায় ৬ মাস আগে অটোরিকশা চালক রিয়াজের সঙ্গে ভুক্তভোগী কিশোরীর পরিচয় হয়। গত ৩০ মার্চ রিয়াজ বিয়ে করার কথা বলে মেয়েটিকে রিয়াজের গ্রাম জাফরগঞ্জে নিয়ে যান। স্ত্রী পরিচয়ে তাকে বাড়িতে চারদিন রাখেন এবং ধর্ষণ করেন। খবর পেয়ে পুলিশ এসে রিয়াজকে গ্রেপ্তার এবং মেয়েটিকে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় আজ সোমবার ওই মেয়ের মা বাদী হয়ে মো. রিয়াজ ওরফে রিমনকে আসামি করে দেবিদ্বার থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাদেমুল বাহার বলেন, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, ভুক্তভোগী মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরো দেখুন:You cannot copy content of this page