
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার ভারতীয় সীমান্ত এলাকা থেকে ব্যাটালিয়ন (১০ বিজিবি) অভিযানে প্রায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ১ লাখ ৭৪ হাজার টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত চোরাচালানী ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে থাকে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি’র আওতাধীন লক্ষীপুর পোষ্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে বিজিবি টহল দল ভারতীয় সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে মালিক বিহীন অবস্থায় অবৈধ ৪৯ কেজি ৯০০ গ্রাম ভারতীয় গাঁজা আটক করা হয়।