কুমিল্লায় মাদকসহ গ্রেফতার ছাত্রলীগ নেতাকে দল থেকে অব্যাহতি

নিউজ ডেক্স।।
কুমিল্লার সদর দক্ষিণের পদুয়ার বাজার এলাকা থেকে মাদকসহ গ্রেফতার হওয়া ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে গ্রেফতারের একদিন পর রবিবার (২৪ সেপ্টেম্বর) তাকে অব্যাহতি দেওয়া হয়।

কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আবদুল আজিজ সিহানুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি জানানো হয়।

গ্রেফতার ছাত্রলীগ নেতা মেহেদী হাসান নগরীর ২২ নম্বর ওয়ার্ডের শ্রীভল্লবপুর এলাকার খোকন মিয়ার ছেলে। তিনি ওই ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন।

অব্যাহতির বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগর শাখার জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেহেদী হাসানকে সংগঠন পরিপন্থী এবং অনৈতিক কার্যকলাপে জড়িত থাকায় কুমিল্লা মহানগর ছাত্রলীগের অন্তর্গত ২২ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়কের পদ হতে অব্যাহতি প্রদান করা হলো।

ছাত্রলীগ নেতা সিহানুক বলেন, ‘কুমিল্লা মহানগর ছাত্রলীগের অন্তর্গত বা অন্তর্ভুক্ত কোনও ইউনিটের কারও বিরুদ্ধে যদি কোনও অবৈধ বা সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ থাকে তাহলে আমাকে প্রমাণসহ অবহিত করলে আমি সঙ্গে সঙ্গে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেবো। এ ব্যাপারে প্রয়োজনে প্রশাসনকে সহযোগিতা করা হবে।’

পুলিশ জানায়, শুক্রবার রাতে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার এলাকায় অভিযানে ছয় হাজার ২০০ পিস ইয়াবা, দুই কেজি গাঁজা এবং মাদক সেবনের সরঞ্জামসহ মেহেদী হাসান নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় সাতটি মামলা রয়েছে।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া বলেন, ‘মেহেদীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে সাতটি মামলা ছিল। সেগুলোর কোনোটি খুন, নারী নির্যাতন, মারামারি ও মাদকের। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page