০৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় ‘কুমিল্লা মেট্রো রানার্স’ এর টি-শার্ট ও লোগু উম্মোচন বাসে কুবি শিক্ষার্থীকে হেনস্তা, মুচলেকা দিয়ে জব্দ বাস ফেরত নিল মালিকপক্ষ সিদলাই শাহজালাল মোল্লা কারিগরি ইনস্টিটিউটের শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা চৌদ্দগ্রামে প্রবাসীর উপর হামলাকারীদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে মানববন্ধন কুমিল্লায় দোয়া ও ফিতা কেটে ‘ইউনিটি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড’-এর অফিস উদ্বোধন বিবিসিতে তারেক রহমানের সাক্ষাৎকারের প্রেক্ষিতে কুমিল্লায় সেমিনার আলোচনাসভা ও সম্মাননা প্রদানের মধ্যে দিয়ে কুমিল্লায় জাতীয় সমবায় দিবস উদযাপন কুমিল্লা নামে বিভাগসহ ১০ দফা দাবিতে মুরাদনগরে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লার দেবিদ্বারে আওয়ামী লীগের ঝটিকা মিছিলঃ ১৩ নেতাকর্মী গ্রেফতার বিভিন্ন সেক্টরের অনিয়ম নির্ভীক চিত্তে তুলে ধরে আজকের জীবন; প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা

কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, জড়িত আরো ৫০ জন গ্রেফতার

  • তারিখ : ১০:৩০:৪১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • 81

জহিরুল হক বাবু।।
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জননিরাপত্তা বিঘ্ন ঘটানোর অভিযোগে কুমিল্লায় অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। শুক্রবার রাতভর কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়।

শনিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার কুমিল্লার বিভিন্ন এলাকায় হঠাৎ করে ঝটিকা মিছিলের মাধ্যমে সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছিল। এসব মিছিলে অংশগ্রহণকারীরা খুব অল্প সময়ের জন্য বের হয়ে দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের শনাক্ত করতে না পারে।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায়, বিদেশে অবস্থানরত পলাতক আকম বাহাউদ্দিন বাহার ও রওশন আলী মাষ্টারসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতা এসব কর্মকাণ্ডে অর্থায়ন করছে। তারা দেশীয় দোসরদের মাধ্যমে এলাকায় অর্থ পাঠিয়ে সরকারবিরোধী কার্যক্রম পরিচালনা করছে।

সূত্র জানায়, একেকজন মিছিলকারীকে ৫০ সেকেন্ডের মিছিলে অংশ নেওয়ার জন্য ১০ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক দেওয়া হয়েছে। এই মিছিলে অংশগ্রহণকারীদের অনেকেই রুমাল বা মাস্ক দিয়ে মুখ ঢেকে নিজেদের পরিচয় গোপন রাখত।

এ ছাড়া কিছু ভাড়াটে নির্দলীয় লোকও টাকার বিনিময়ে মাইক্রোবাস ও সিএনজি যোগে নিজ এলাকার বাইরে গিয়ে এই ধরনের ঝটিকা মিছিলে অংশ নেয় বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও কিছু আত্মগোপনে থাকা ব্যক্তি উসকানি ও প্ররোচনা দিচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, রাষ্ট্রবিরোধী ও অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত ও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

error: Content is protected !!

কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, জড়িত আরো ৫০ জন গ্রেফতার

তারিখ : ১০:৩০:৪১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

জহিরুল হক বাবু।।
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জননিরাপত্তা বিঘ্ন ঘটানোর অভিযোগে কুমিল্লায় অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। শুক্রবার রাতভর কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়।

শনিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার কুমিল্লার বিভিন্ন এলাকায় হঠাৎ করে ঝটিকা মিছিলের মাধ্যমে সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছিল। এসব মিছিলে অংশগ্রহণকারীরা খুব অল্প সময়ের জন্য বের হয়ে দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের শনাক্ত করতে না পারে।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায়, বিদেশে অবস্থানরত পলাতক আকম বাহাউদ্দিন বাহার ও রওশন আলী মাষ্টারসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতা এসব কর্মকাণ্ডে অর্থায়ন করছে। তারা দেশীয় দোসরদের মাধ্যমে এলাকায় অর্থ পাঠিয়ে সরকারবিরোধী কার্যক্রম পরিচালনা করছে।

সূত্র জানায়, একেকজন মিছিলকারীকে ৫০ সেকেন্ডের মিছিলে অংশ নেওয়ার জন্য ১০ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক দেওয়া হয়েছে। এই মিছিলে অংশগ্রহণকারীদের অনেকেই রুমাল বা মাস্ক দিয়ে মুখ ঢেকে নিজেদের পরিচয় গোপন রাখত।

এ ছাড়া কিছু ভাড়াটে নির্দলীয় লোকও টাকার বিনিময়ে মাইক্রোবাস ও সিএনজি যোগে নিজ এলাকার বাইরে গিয়ে এই ধরনের ঝটিকা মিছিলে অংশ নেয় বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও কিছু আত্মগোপনে থাকা ব্যক্তি উসকানি ও প্ররোচনা দিচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, রাষ্ট্রবিরোধী ও অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত ও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।