১২:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় সাংবাদিকরা বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন- ড. ইমরান আনসারী কোনো ষড়যন্ত্রই কুমিল্লা-৬ আসনের মানুষের সঙ্গে আমার বন্ধন ভাঙতে পারবে না-হাজী ইয়াছিন কুমিল্লা-৯ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোঃ শফিকুর রহমান কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদার মনোনয়ন ফরম সংগ্রহ বুড়িচংয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত স্বপ্নের বুড়িচংয়ের নেতৃত্বে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস কুবি আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এমসিজে ও সিএসই বিভাগ কুমিল্লায় চালু হলো দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো, সরবরাহ ৪ জেলায় মুরাদনগরে পুলিশের অভিযানে স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪ কুবি ভর্তি পরীক্ষায় আবেদন ছাড়িয়েছে ৮০ হাজার, সময় শেষ ৩১ ডিসেম্বর

বিবিসিতে তারেক রহমানের সাক্ষাৎকারের প্রেক্ষিতে কুমিল্লায় সেমিনার

  • তারিখ : ১০:৫৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • 103

আলমগীর কবির।।
বিবিসি বাংলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া সাক্ষাৎকারের প্রেক্ষিতে কুমিল্লায় “পরিবর্তনের পথে বাংলাদেশ: নতুন আশা, নতুন সম্ভাবনা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে সামাজিক ও উন্নয়ন বিষয়ক গবেষণা সংস্থা ‘সম্ভাবনাময় বাংলাদেশ’-এর উদ্যোগে এ সেমিনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম, কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকু এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির।

সেমিনারে সভাপতিত্ব করেন ‘সম্ভাবনাময় বাংলাদেশ’-এর প্রধান পৃষ্ঠপোষক, সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। এছাড়া আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং কবি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান, সাবেক ডিন ও ‘সম্ভাবনাময় বাংলাদেশ’-এর প্রধান নির্বাহী অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।

বক্তারা বলেন, তারেক রহমানের সাম্প্রতিক সাক্ষাৎকারে বাংলাদেশের পরিবর্তন, গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন ও অর্থনৈতিক পুনর্গঠনের যে ভাবনা তুলে ধরা হয়েছে, তা একটি আধুনিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র নির্মাণের রূপরেখা হিসেবে কাজ করবে। সেমিনারে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

error: Content is protected !!

বিবিসিতে তারেক রহমানের সাক্ষাৎকারের প্রেক্ষিতে কুমিল্লায় সেমিনার

তারিখ : ১০:৫৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

আলমগীর কবির।।
বিবিসি বাংলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া সাক্ষাৎকারের প্রেক্ষিতে কুমিল্লায় “পরিবর্তনের পথে বাংলাদেশ: নতুন আশা, নতুন সম্ভাবনা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে সামাজিক ও উন্নয়ন বিষয়ক গবেষণা সংস্থা ‘সম্ভাবনাময় বাংলাদেশ’-এর উদ্যোগে এ সেমিনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম, কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকু এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির।

সেমিনারে সভাপতিত্ব করেন ‘সম্ভাবনাময় বাংলাদেশ’-এর প্রধান পৃষ্ঠপোষক, সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। এছাড়া আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং কবি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান, সাবেক ডিন ও ‘সম্ভাবনাময় বাংলাদেশ’-এর প্রধান নির্বাহী অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।

বক্তারা বলেন, তারেক রহমানের সাম্প্রতিক সাক্ষাৎকারে বাংলাদেশের পরিবর্তন, গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন ও অর্থনৈতিক পুনর্গঠনের যে ভাবনা তুলে ধরা হয়েছে, তা একটি আধুনিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র নির্মাণের রূপরেখা হিসেবে কাজ করবে। সেমিনারে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।