মনির হোসাইন।।
কুমিল্লা নামে বিভাগসহ ১০ দফা দাবিতে মুরাদনগরে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। শনিবার সকালে সামাজিক সংগঠন মুরাদনগর সমিতি ঢাকা’র উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও সমাবেশ করা হয়।
ইঞ্জিনিয়ার এনামুল হক খান এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, নুরুনাহার বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষকা মোসা: ইয়াসমিন আক্তার, নৈয়ার ডঃ খন্দকার মোশাররফ উচ্চ বিদ্যালয়েন প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস রহমান, সংগঠনটির সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ জামাল উদ্দিন, সহ-সভাপতি জহিরুল ইসলাম, মোঃ মনিরুল হক, যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান,অর্থ সম্পাদক মোঃ দুলাল মিয়া ভুঁইয়া।
ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোঃ রাশেদ আহমেদ রিশাত, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক জনাব মোঃ আব্দুল আলিম, যুগ্ম প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান, বাংলাদেশ ডাক বিভাগ সাবেক কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ মোসলেহ উদ্দিন, নির্বাহী সদস্য, এ, কে এম নেছার উদ্দিন দুলাল, সেচ্ছাসেবকদল নেতা মাহবুব হোসেন খান এমরান, সমাজ সেবক নাজমুল শাকিব তন্ময়সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক ও সমাজের সুশীল প্রতিনিধিরা।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা, কুমিল্লা নামে বিভাগ, মুরাদনগরকে জেলা ঘোষনা, উপজেলা সদরকে পৌরসভা ঘোষনা, উপজেলার উত্তর-দক্ষিণে যে কোন স্থানে ‘নতুন উপজেলা’ ঘোষনা, গ্যাস সংযোগ, ইপিজেড নির্মাণ বাস্তবায়ন, গোমতীর দুই পাড়ে বেড়িবাঁধ নির্মাণ, কৃষি জমিতে গভীর নলকূপ বসানো, গোমতী নদীসহ অন্যান্য নদী ও খালগুলো খনন, বিশ্ববিদ্যালয়, কৃষি কলেজ, টেক্সটাইল ডিপ্লোমা ইনস্টিটিউট ও পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা, বাল্য বিবাহ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, যৌতুক প্রথা, মাদকাসক্তি, জঙ্গিবাদ, কিশোর গ্যাং, ইভটিজিং বন্ধের দাবি জানান।








