চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে গ্রাম্য শালিস-বৈঠকে দুবাই প্রবাসী মমিনুল ইসলামের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ ও অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার বিকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের পাইকোটা পশ্চিমপাড়া ঈদগাহ মাঠে পাইকোটা এলাকাবাসী ও নবজাগরণ সমাজ কল্যাণ সংগঠনের যৌথ উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মো. শফিকুর রহমান সর্দার, মো. মনির হোসেন সর্দার, ফয়েজ আহমেদ, মো. জাকির হোসেন, শাহাব উদ্দিন, বাবুল আহম্মেদ।
সামাজিক শালিস-বৈঠকে বিনা কারণে একজন নীরিহ প্রবাসীর উপর অতর্র্কিতভাবে ন্যাক্কারজনক হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, শাহআলম মজুমদার গং পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে প্রবাসী মমিনুলের উপর হামলা চালিয়েছে। আমরা এ মানববন্ধন থেকে হামলাকারী সন্ত্রাসী আলম, তার ছেলে মাইন উদ্দিন, সোহাগ, নাঈম ও কিবরিয়া সহ তাদের সহযোগিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। হামলাকারীরা সকলে মাদক, সুদ ও জুয়া সহ নানান অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। এদের কারণে পাইকোটা গ্রাম সহ আশেপাশের কয়েকটি গ্রামের যুবসমাজ আজ ধ্বংশের পথে। মাদক-সন্ত্রাস নির্মূলে পাইকোটাবাসী ঐক্যবদ্ধ। পাইকোটা গ্রামে সন্ত্রাসীদের কোন স্থান নেই। এতবড় একটি ঘটনা করার পরও হামলাকারী সন্ত্রাসীরা এখনো গ্রামের প্রবাসী আমান উল্লাহ, আলা উদ্দিন সহ সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গকে প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে। এ ব্যাপারে আমরা চৌদ্দগ্রাম থানা পুলিশের সার্বিক সহযোগিতা চাই। আশা করি, থানা পুলিশ সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে দিয়ে তাদেরকে আইনের মাধ্যমে সাজা দিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। এ বিষয়ে থানা পুলিশকে যেকোনো ধরণের সহযোগিতা করতে গ্রামবাসী আজ ঐক্যবদ্ধ।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শেখ আহমেদ মজুমদার, আব্দুর রশিদ, আবু তাহের, রফিকুল ইসলাম সর্দার, কলিম উদ্দিন, আব্দুল করিম মুহুরী, মমতাজ মিয়া মজুমদার, আলী নোয়াব, আজাদ হোসেন, শাহিন মজুমদার, আফতাব উদ্দিন মজুমদার, মনা মিয়া, ইকবাল হোসেন মজুমদার, প্রবাসী মো.আমান উল্লাহ মজুমদার, মো. খলিলুর রহমান, মো. স্বপন, মো. আলা উদ্দিন মজুমদার, মো. আব্দুস সাত্তার, শরীফ মজুমদার, কাউছার মজুমদার, রুবেল হোসেন মজুমদার, কামরুল হাসান মজুমদার পোটন, আল-আমিন মজুমদার, সাদ্দাম হোসেন মজুমদার, রবিউল ইসলাম মজুমদার, সরফরাজ মজুমদার, আব্দুল কাইয়ুম মজুমদার, ইমাম হোসেন মজুমদার। এ সময় পাইকোটা গ্রামের শত শত সাধারণ মানুষ সহ পাইকোটা নবজাগরণ সমাজ কল্যাণ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গত শনিবার পাইকোটা গ্রামের বিভিন্নজনকে দেখে নেওয়া সহ প্রাণনাশের হুমকির বিষয় নিয়ে গ্রামে একটি শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ওই গ্রামের অভিযুক্ত শাহআলম মজুমদার গং গ্রামবাসীর কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়। কিন্তু একপর্যায়ে শাহআলম মজুমদারের হুকুমে তার ছেলেরা বৈঠতে উপস্থিত একই এলাকার দুবাই মো. মমিনুল ইসলাম মজুমদারের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় তারা সন্ত্রাসী কায়দায় মমিনুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে পাশ^বর্তী ডাকাতিয়া নদীর ধারে নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ কাদাযুক্ত পানিতে চুবিয়ে রাখে। পরে গ্রামবাসী গিয়ে মমিনুল সহ আরো একজনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মমিনুলের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দুইদিন পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। এ ঘটনায় ভুক্তভোগি প্রবাসী মমিনুলের স্ত্রী ফাতেমা আক্তার চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করিলে থানা পুলিশ অভিযান চালিয়ে হামলার ঘটনার অন্যতম আসামী মো. নাঈম মজুমদারকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। অপর আসামীরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে থাকায় এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। ন্যাক্কারজনক এ হামলার সাথে জড়িত সকলকে অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিতের জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।









