কুমিল্লায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে মোবাইল ফোন কিনে না দেয়ায় অভিমানে ইসহাক (১১) নামের এক কিশোর আত্মহত্যা করেছে।

রবিবার (৬ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ১০টায় ঘরের পিলারের সাথে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

নিহত ইসহাক উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ঈশানচন্দ্রনগর গ্রামের রাজমিস্ত্রি লিটন মিয়ার ছেলে। স্থানীয় ইউপি সদস্য আবদুল বারেক বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করে।

তিনি জানান, নিহত ইসহাক গ্রামের চা দোকানে চাকুরী করতো। তার পিতা রাজমিস্ত্রী এবং মা স্থানীয় একটি ফ্যাক্টরীতে কাজ করে। কিছুদিন ধরে পরিবারের কাছে মোবাইল ফোন কিনে দেয়ার বায়না ধরে সে। কিন্তু মোবাইল ফোন কিনে না দেয়ায় অভিমান করে আজ সকালে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page