কুমিল্লায় র‍্যাবের অভিযানে শতাধিক কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

জহিরুল হক বাবু।।
কুমিল্লায় র‍্যাব-১১, সিপিসি-২ এর পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১০১.৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গত ২৬ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন কোটবাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৩৭.৫ কেজি গাঁজাসহ ইব্রাহিম হোসেন অপু (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি কোটবাজার এলাকার মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে।

অপর একটি অভিযানে একই রাতে কোতয়ালী থানার আমড়াতলী এলাকায় অভিযান চালিয়ে মো. হানিফ মিয়া (৩৭) নামের আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ৬৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি। তিনি মনিপুর গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করতেন।

এ বিষয়ে র‍্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, “মাদকের মতো ভয়াবহ সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাব-১১ এর প্রতিটি অভিযান পরিকল্পিত ও তথ্যভিত্তিক। গ্রেপ্তারকৃতরা কুমিল্লা অঞ্চলে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। ভবিষ্যতেও আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

র‍্যাব জানায়, গ্রেপ্তার হওয়া দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page