কুমিল্লার মেঘনায় বজ্রপাতে মাঝির মৃত্যু; অন্তঃসত্ত্বা স্ত্রীসহ চার সন্তানের আহাজারি

নিজস্ব সংবাদদাতা।।
কুমিল্লার মেঘনা উপজেলায় বজ্রপাতে মো. ওয়াব আলী (৪৫) নামে এক ট্রলার চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রামপ্রসাদের চর গ্রামের ছোট খালে এ ঘটনা ঘটে। নিহত ওয়াব আলী ওই গ্রামের মৃত শব্দর আলীর ছেলে।

ওয়াব আলীর পরিবার সূত্রে জানা গেছে, রাতে তিনি যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ঘাটে যান। যাত্রী নামিয়ে দিয়ে নিজের ট্রলার নিয়ে তিনি পুনরায় রামপ্রসাদের চরে ফিরে আসছিলেন। ঘাটে ট্রলার পার্ক করার মুহূর্তে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত ঘটে। বজ্রাঘাতে ঘটনাস্থলেই পানিতে লুটিয়ে পড়েন তিনি। পরে আশপাশে থাকা জেলেরা তাঁকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ এ মৃত্যুর খবরে ওয়াব আলীর বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা। এর মধ্যেই তাঁকে একমাত্র ভরসার মানুষটিকে হারাতে হলো। তাঁর তিন ছেলে ও এক কন্যাসন্তান বাবার মৃত্যুতে নির্বাক।

এ বিষয়ে জানতে চাইলে মেঘনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান বলেন, “এখনো কেউ আমাদের বিষয়টি জানায়নি। কেউ জানালে পুলিশ পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page