১০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আমেনা বেগম গ্রেপ্তার বুড়িচংয়ে কালভার্টের নিচ থেকে ১২ ফুট অজগর উদ্ধার, বনে অবমুক্ত কুমিল্লায় নতুন ইউটার্নে লরিচাপায় প্রবাসী নিহত; মহাসড়ক অবরোধ হোমনায় শিক্ষার্থীদের চলাচলের পথে দেয়াল নির্মাণ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ কুমিল্লায় মিথ্যাচারের শিকার পুলিশ কর্মকর্তা, নেপথ্যে যানজট নিরসনে কঠোর ভূমিকা মুরাদনগর জুরে শিশু-কিশোরদের হাতে অটোরিকশা; দুর্ঘটনা ও ভোগান্তি চরমে কুমিল্লায় সেনা অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ১ কুমিল্লার মুরাদনগরে পোড়া তেলে শিশু খাদ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা কুমিল্লায় কিস্তির চাপ সহ্য করতে না পেরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা ২০২৬ সালে নতুন ক্যাম্পাসে উদ্বোধন হবে ৪টি হল ও ৪টি অ্যাকাডেমিক ভবন: কুবি উপাচার্য

কুমিল্লার মুরাদনগরে এবার গৃহবধূর ‘প্রেমিকের’ ঘরে মিলল ভাশুরের গলিত লাশ

  • তারিখ : ১০:৪৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • 45

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার মুরাদনগরে প্রেমঘটিত জটিলতার জেরে ঘটল চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। এক গৃহবধূর ‘প্রেমিকের’ ঘরের মাটি খুঁড়ে তার ভাশুরের (স্বামীর বড় ভাই) লাশ উদ্ধার করেছে স্থানীয় জনতা ও পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার ইউসুফনগর গ্রামের ইব্রাহিম (২০) নামের এক যুবকের ঘরের মাটি খুঁড়ে স্থানীয়রা মনির (৪০) নামের এক রাজমিস্ত্রির লাশ খুঁজে পান। নিহত মনির ওই গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মনিরের ছোট ভাই তাজুল ইসলামের স্ত্রী শাহিদা আক্তার ও তার কথিত প্রেমিক ইব্রাহিম মিলে তাকে হত্যা করে লাশ মাটিচাপা দেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ১৫ দিন আগে শাহিদার সঙ্গে অবৈধ সম্পর্ক নিয়ে ভাশুর মনির তাকে শাসন করেন। এরপরই মনিরকে হত্যার পরিকল্পনা করেন শাহিদা ও ইব্রাহিম। মঙ্গলবার রাতে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করে লাশ ঘরের মাটির নিচে পুঁতে রাখা হয়।

ইব্রাহিমের মা আমেনা বেগম প্রথমে বিষয়টি গোপন রাখলেও স্থানীয়দের চাপে পড়ে অবশেষে সব স্বীকার করে নেন এবং তার দেওয়া তথ্যমতেই লাশ উদ্ধার হয়।

ঘটনার পর উত্তেজিত জনতা শাহিদা, ইব্রাহিম ও আমেনাকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ সময় ইব্রাহিমের ঘরবাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, “নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এর আগে একই উপজেলার কড়ইবাড়ী গ্রামে গণপিটুনিতে তিনজন নিহত ও একজন আহত হন। একদিনে দুটি নৃশংস ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

error: Content is protected !!

কুমিল্লার মুরাদনগরে এবার গৃহবধূর ‘প্রেমিকের’ ঘরে মিলল ভাশুরের গলিত লাশ

তারিখ : ১০:৪৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার মুরাদনগরে প্রেমঘটিত জটিলতার জেরে ঘটল চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। এক গৃহবধূর ‘প্রেমিকের’ ঘরের মাটি খুঁড়ে তার ভাশুরের (স্বামীর বড় ভাই) লাশ উদ্ধার করেছে স্থানীয় জনতা ও পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার ইউসুফনগর গ্রামের ইব্রাহিম (২০) নামের এক যুবকের ঘরের মাটি খুঁড়ে স্থানীয়রা মনির (৪০) নামের এক রাজমিস্ত্রির লাশ খুঁজে পান। নিহত মনির ওই গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মনিরের ছোট ভাই তাজুল ইসলামের স্ত্রী শাহিদা আক্তার ও তার কথিত প্রেমিক ইব্রাহিম মিলে তাকে হত্যা করে লাশ মাটিচাপা দেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ১৫ দিন আগে শাহিদার সঙ্গে অবৈধ সম্পর্ক নিয়ে ভাশুর মনির তাকে শাসন করেন। এরপরই মনিরকে হত্যার পরিকল্পনা করেন শাহিদা ও ইব্রাহিম। মঙ্গলবার রাতে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করে লাশ ঘরের মাটির নিচে পুঁতে রাখা হয়।

ইব্রাহিমের মা আমেনা বেগম প্রথমে বিষয়টি গোপন রাখলেও স্থানীয়দের চাপে পড়ে অবশেষে সব স্বীকার করে নেন এবং তার দেওয়া তথ্যমতেই লাশ উদ্ধার হয়।

ঘটনার পর উত্তেজিত জনতা শাহিদা, ইব্রাহিম ও আমেনাকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ সময় ইব্রাহিমের ঘরবাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, “নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এর আগে একই উপজেলার কড়ইবাড়ী গ্রামে গণপিটুনিতে তিনজন নিহত ও একজন আহত হন। একদিনে দুটি নৃশংস ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।