০৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আমেনা বেগম গ্রেপ্তার বুড়িচংয়ে কালভার্টের নিচ থেকে ১২ ফুট অজগর উদ্ধার, বনে অবমুক্ত কুমিল্লায় নতুন ইউটার্নে লরিচাপায় প্রবাসী নিহত; মহাসড়ক অবরোধ হোমনায় শিক্ষার্থীদের চলাচলের পথে দেয়াল নির্মাণ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ কুমিল্লায় মিথ্যাচারের শিকার পুলিশ কর্মকর্তা, নেপথ্যে যানজট নিরসনে কঠোর ভূমিকা মুরাদনগর জুরে শিশু-কিশোরদের হাতে অটোরিকশা; দুর্ঘটনা ও ভোগান্তি চরমে কুমিল্লায় সেনা অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ১ কুমিল্লার মুরাদনগরে পোড়া তেলে শিশু খাদ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা কুমিল্লায় কিস্তির চাপ সহ্য করতে না পেরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা ২০২৬ সালে নতুন ক্যাম্পাসে উদ্বোধন হবে ৪টি হল ও ৪টি অ্যাকাডেমিক ভবন: কুবি উপাচার্য

কুমিল্লার চৌদ্দগ্রামে সীমান্ত পেরিয়ে আসা ভারতীয় নাগরিক আটক

  • তারিখ : ১০:৫০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • 33

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২ জুলাই) রাতে উপজেলার বাতিসা ইউনিয়নের দুর্গাপুর সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম শ্রী বাবুল চন্দ্রনাথ (৬৫)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মায়াপুর থানার গৌরনগর গ্রামের মৃত প্রকাশচন্দ্র নাথের ছেলে।

আনন্দপুর বিওপি ক্যাম্প সূত্রে জানা গেছে, দুর্গাপুর সীমান্তের ২১১২/৪ এস নম্বর পিলার থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাকে আটক করা হয়। আটককালে তার কাছে কোনো বৈধ পরিচয়পত্র বা অনুমতিপত্র ছিল না।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, “আনন্দপুর বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার আবদুল হালিম বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলার পর তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।”

উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদারে বিজিবি তৎপর রয়েছে বলে জানানো হয়েছে।

error: Content is protected !!

কুমিল্লার চৌদ্দগ্রামে সীমান্ত পেরিয়ে আসা ভারতীয় নাগরিক আটক

তারিখ : ১০:৫০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২ জুলাই) রাতে উপজেলার বাতিসা ইউনিয়নের দুর্গাপুর সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম শ্রী বাবুল চন্দ্রনাথ (৬৫)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মায়াপুর থানার গৌরনগর গ্রামের মৃত প্রকাশচন্দ্র নাথের ছেলে।

আনন্দপুর বিওপি ক্যাম্প সূত্রে জানা গেছে, দুর্গাপুর সীমান্তের ২১১২/৪ এস নম্বর পিলার থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাকে আটক করা হয়। আটককালে তার কাছে কোনো বৈধ পরিচয়পত্র বা অনুমতিপত্র ছিল না।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, “আনন্দপুর বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার আবদুল হালিম বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলার পর তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।”

উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদারে বিজিবি তৎপর রয়েছে বলে জানানো হয়েছে।