০৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের রুবি জয়ন্তী উপলক্ষে ৯৭ ব্যাচের আলোচনা ও রেজিস্ট্রেশন দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়া যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা কুমিল্লার লাভলী আক্তারকে সম্মাননা স্মারক প্রদান কক্সবাজারের আনন্দযাত্রা সড়কেই শেষ, কুমিল্লার একই পরিবারের ৫ জন নিহত ক্যান্সার আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা বাঁচতে চায় মুরাদনগরে শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুবিতে রোটারেক্ট ক্লাবের উদ্যোগে ‘স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে সীমান্ত পেরিয়ে আসা ভারতীয় নাগরিক আটক

  • তারিখ : ১০:৫০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • 113

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২ জুলাই) রাতে উপজেলার বাতিসা ইউনিয়নের দুর্গাপুর সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম শ্রী বাবুল চন্দ্রনাথ (৬৫)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মায়াপুর থানার গৌরনগর গ্রামের মৃত প্রকাশচন্দ্র নাথের ছেলে।

আনন্দপুর বিওপি ক্যাম্প সূত্রে জানা গেছে, দুর্গাপুর সীমান্তের ২১১২/৪ এস নম্বর পিলার থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাকে আটক করা হয়। আটককালে তার কাছে কোনো বৈধ পরিচয়পত্র বা অনুমতিপত্র ছিল না।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, “আনন্দপুর বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার আবদুল হালিম বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলার পর তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।”

উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদারে বিজিবি তৎপর রয়েছে বলে জানানো হয়েছে।

error: Content is protected !!

কুমিল্লার চৌদ্দগ্রামে সীমান্ত পেরিয়ে আসা ভারতীয় নাগরিক আটক

তারিখ : ১০:৫০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২ জুলাই) রাতে উপজেলার বাতিসা ইউনিয়নের দুর্গাপুর সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম শ্রী বাবুল চন্দ্রনাথ (৬৫)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মায়াপুর থানার গৌরনগর গ্রামের মৃত প্রকাশচন্দ্র নাথের ছেলে।

আনন্দপুর বিওপি ক্যাম্প সূত্রে জানা গেছে, দুর্গাপুর সীমান্তের ২১১২/৪ এস নম্বর পিলার থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাকে আটক করা হয়। আটককালে তার কাছে কোনো বৈধ পরিচয়পত্র বা অনুমতিপত্র ছিল না।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, “আনন্দপুর বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার আবদুল হালিম বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলার পর তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।”

উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদারে বিজিবি তৎপর রয়েছে বলে জানানো হয়েছে।