০৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
খাড়াতাইয়া হাই স্কুলে কমিটিতে আওয়ামী লীগের উপদেষ্টা; ক্ষুব্ধ অভিভাবকরা কুবির চৌদ্দগ্রাম অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ঘোলপাশা ইউনিয়ন শ্রমিকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মুরাদনগরে মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন বুড়িচংয়ে ২০০৩ থেকে ২০১৪ সালের পুরাতন দলিল ধ্বংসে গণবিজ্ঞপ্তি জারি কুমিল্লার দেবীদ্বারে বিনামূল্যে বিড়ালকে জলাতঙ্ক টিকা প্রদান দেশবরেণ্য বাউল শিল্পী কুমিল্লার ফজলুর রহমান বাবুল আর নেই নানা আয়োজনে কুমিল্লায় কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল ১৩ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল

কুমিল্লায় নির্বাচনের আগে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু

  • তারিখ : ০১:০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
  • 23

কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এ কে এম রুহুল আমিনের মৃত্যু হয়েছে। সোমবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামের মৃত আবু নাসের ভূইয়ার ছেলে।

তার মৃত্যুতে ওই ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হবে। চান্দিনা উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব বাংলা এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, রুহুল আমিন ভূইয়া চান্দিনা উপজেলার ৪ নম্বর মহিচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস প্রতীক) ছিলেন। তিনি চান্দিনা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে চান্দিনা বাজারের কাছাকাছি আসলে তিনি মারা যান। এর আগেও হৃদরোগে আক্রান্ত হওয়ায় হার্টে দুটি রিং বসানো ছিল। আজ বাদ জোহর ইউনিয়নের পরচঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

চান্দিনা উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব বলেন, ‌‘মনোনয়নপত্র জমা দেওয়ার পর নিয়ম অনুযায়ী রুহুল আমিনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। পরে হাইকোর্টে আবেদন করে মনোনয়ন ফিরিয়ে আনেন। গতকাল রাতে তিনি মারা গেছেন। নিয়ম অনুযায়ী নির্বাচন স্থগিত করা হবে। তবে কমিশন থেকে এখনও কোনও লিখিত নোটিশ পাইনি। নোটিশ পেলেই আনুষ্ঠানিকভাবে নির্বাচন স্থগিত ঘোষণা করবো।’

মঙ্গলবার বাদ জোহর ইউনিয়নের পরচঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে।

২৭ জুলাই মহিচাইল ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ৮ জুলাই রুহুল আমিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক পান। তিনি ছাড়াও ওই ইউনিয়নে আরও পাঁচজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

error: Content is protected !!

কুমিল্লায় নির্বাচনের আগে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু

তারিখ : ০১:০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২

কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এ কে এম রুহুল আমিনের মৃত্যু হয়েছে। সোমবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামের মৃত আবু নাসের ভূইয়ার ছেলে।

তার মৃত্যুতে ওই ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হবে। চান্দিনা উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব বাংলা এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, রুহুল আমিন ভূইয়া চান্দিনা উপজেলার ৪ নম্বর মহিচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস প্রতীক) ছিলেন। তিনি চান্দিনা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে চান্দিনা বাজারের কাছাকাছি আসলে তিনি মারা যান। এর আগেও হৃদরোগে আক্রান্ত হওয়ায় হার্টে দুটি রিং বসানো ছিল। আজ বাদ জোহর ইউনিয়নের পরচঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

চান্দিনা উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব বলেন, ‌‘মনোনয়নপত্র জমা দেওয়ার পর নিয়ম অনুযায়ী রুহুল আমিনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। পরে হাইকোর্টে আবেদন করে মনোনয়ন ফিরিয়ে আনেন। গতকাল রাতে তিনি মারা গেছেন। নিয়ম অনুযায়ী নির্বাচন স্থগিত করা হবে। তবে কমিশন থেকে এখনও কোনও লিখিত নোটিশ পাইনি। নোটিশ পেলেই আনুষ্ঠানিকভাবে নির্বাচন স্থগিত ঘোষণা করবো।’

মঙ্গলবার বাদ জোহর ইউনিয়নের পরচঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে।

২৭ জুলাই মহিচাইল ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ৮ জুলাই রুহুল আমিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক পান। তিনি ছাড়াও ওই ইউনিয়নে আরও পাঁচজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।