কুমিল্লায় বেপরোয়া মোটর সাইকেল চালানোর প্রতিবাদ করায় পিটিয়ে হত্যা

চান্দিনা প্রতিনিধি।।
কুমিল্লার চান্দিনায় বেপরোয়া মোটর সাইকেল চালানোর প্রতিবাদ করায় প্রতিপক্ষ মো. ফরিদ মিয়া (৫৪) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে। সোমবার চান্দিনা উপজেলার এতবারপুর গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত মো. ফরিদ মিয়া ওই গ্রামের ছায়েদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী মো. আবু তাহের জানান- পাশ্ববর্তী বাড়ির রুহুল আমিনের কলেজ পড়–য়া ছেলে হাবিব উল্লাহ বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে। এসব বিষয় নিয়ে সোমবার সকালে মো. ফরিদ মিয়া মোটর সাইকেল চালক হাবিব উল্লাহর পিতা রুহুল আমিনের নিকট বিষয়টি জানাতে যান। এতে তারা ক্ষিপ্ত হয়ে উঠেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন ফরিদ মিয়া। তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

ন্দিনা থানার অফিসার ইন-চার্জ শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান- মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০

You cannot copy content of this page