০৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিজয় ২৪ হলের কক্ষে বহিরাগত নারী-পুরুষ; শিক্ষার্থীরা বিব্রত কুমিল্লায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া হত্যাকাণ্ডে মৌন মিছিল কুমিল্লায় রেললাইনের পাশে যুবকের মরদেহ; হত্যা নাকি দূর্ঘটনা ! “নিউজটা ডিলেট করা যায় কি?”-ওসি কোতয়ালি কুমিল্লার মা–মেয়ে হত্যাকাণ্ড; প্রশ্নের ভিতরে কিছু প্রশ্ন! কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন কুমিল্লার চৌদ্দগ্রামে হালচাষের ট্রাক্টর উল্টে কিশোর নিহত কুমিল্লায় ধর্ষণের বাধা দেওয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মাকে খুন; মূলহোতা মোবারক গ্রেফতার পাশাপাশি দাফন করা হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেয়ে ও তার মাকে

গাছের চারা নয়, ভিতরে গাঁজা! কুমিল্লায় ৬ কেজি উদ্ধার, সিএনজি জব্দ

  • তারিখ : ০৮:৫৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • 63

মো. বাছির উদ্দিন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লিচু, পেঁয়ারা, লেবু ও জলপাইয়ের গাছের চারার মূলের সাথে অভিনব কৌশলে লুকিয়ে পাচার করা হচ্ছিল ৬ কেজি গাঁজা। তবে শেষ রক্ষা হয়নি। পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ধরা পড়ে যায় পুরো চালান।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। অভিযানটি নেতৃত্ব দেন থানার সেকেন্ড অফিসার এসআই মেহেদী হাসান জুয়েল। অভিযানে সহায়তা করেন সঙ্গীয় ফোর্স আমানউল্লাহ ও নুর মোহাম্মদ।

থানা সূত্রে জানা যায়, সহকারী পুলিশ সুপার মো. শাহিনের নির্দেশে ও অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে পুলিশের একটি দল সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা থামায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক দ্রুত সিএনজি ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে সিএনজি তল্লাশি করে দেখা যায়, ফলজ গাছের ৬টি চারার মূলের চারপাশে কাপড় ও পলিথিন দিয়ে পেঁচানো অবস্থায় ৬ কেজি গাঁজা লুকিয়ে রাখা হয়েছিল। পাচারে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. দেলোয়ার হোসেন গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অভিনব এই গাঁজা পাচার চেষ্টায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

error: Content is protected !!

গাছের চারা নয়, ভিতরে গাঁজা! কুমিল্লায় ৬ কেজি উদ্ধার, সিএনজি জব্দ

তারিখ : ০৮:৫৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

মো. বাছির উদ্দিন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লিচু, পেঁয়ারা, লেবু ও জলপাইয়ের গাছের চারার মূলের সাথে অভিনব কৌশলে লুকিয়ে পাচার করা হচ্ছিল ৬ কেজি গাঁজা। তবে শেষ রক্ষা হয়নি। পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ধরা পড়ে যায় পুরো চালান।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। অভিযানটি নেতৃত্ব দেন থানার সেকেন্ড অফিসার এসআই মেহেদী হাসান জুয়েল। অভিযানে সহায়তা করেন সঙ্গীয় ফোর্স আমানউল্লাহ ও নুর মোহাম্মদ।

থানা সূত্রে জানা যায়, সহকারী পুলিশ সুপার মো. শাহিনের নির্দেশে ও অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে পুলিশের একটি দল সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা থামায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক দ্রুত সিএনজি ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে সিএনজি তল্লাশি করে দেখা যায়, ফলজ গাছের ৬টি চারার মূলের চারপাশে কাপড় ও পলিথিন দিয়ে পেঁচানো অবস্থায় ৬ কেজি গাঁজা লুকিয়ে রাখা হয়েছিল। পাচারে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. দেলোয়ার হোসেন গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অভিনব এই গাঁজা পাচার চেষ্টায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।