ঢাকায় মহাসমাবেশকে স্বাগত জানিয়ে বুড়িচংয়ে জামায়াতের মিছিল ও পথসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত ঢাকার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এবং জনসমর্থন জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে এক স্বাগত মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৬টায় কুমিল্লা-মীরপুর সড়কের বুড়িচং উপজেলা সদর এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

মিছিল শেষে উপজেলা সদরের বসুন্ধরা চত্বরে পথসভায় বক্তব্য রাখেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় জামায়াত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে। সময়োপযোগী কর্মসূচির মাধ্যমে সরকারবিরোধী আন্দোলন বেগবান করা হবে।”

মিছিলে নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ অহিদুর রহমান। তিনি দলীয় নেতাকর্মীদের ঢাকার মহাসমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, “সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

পথসভা সঞ্চালনা করেন বুড়িচং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ কবির হোসেন। সভায় বক্তব্য রাখেন—

* জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও কুমিল্লা-৫ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. মো. মোবারক হোসাইন
* জেলা শূরা সদস্য অধ্যাপক মো. আব্দুল আউয়াল
* সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা শূরা সদস্য মো. সাইফুল আলম
* শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা জেলা সভাপতি অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: ফারুক চৌধূরী, ফয়েজ আহমেদ মাস্টার, মোঃ তাজুল ইসলাম, মাওলানা মাসুদ মৈশান, মাওলানা মোঃ জাকারিয়া খান, মোঃ জয়নাল আবেদীন, অধ্যাপক মোঃ রবিউল আলম, মোঃ মুমিনুল হক, মোঃ মনিরুল ইসলাম, সার্জেন্ট হাবিবুর রহমান, গেলাম কিবরিয়া, মাওলানা আবদুর রউফ, মাওলানা ওমর ফারুক, মাওলানা ইসমাঈল, মাওলানা ফখরুল ইসলাম, সোলেমান পাটোয়ারী, মাওলানা আবদুস সালাম আজাদী, শরিফুল্লাহ খান, নেয়ামত উল্লাহ, ওমর ফারুক সোহেল এবং কামরুল হাসান সুমন।

নেতারা বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াত যে কোনো সময় আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে।”

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page