কুমিল্লায় শ্রেষ্ঠ মৎস্য চাষি আলী আহমদ মিয়াজী

রাজিব হোসেন জয়।।
তৃতীয়বারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষি মনোনীত হয়েছেন আলী আহমেদ মিয়াজী। তাকে রবিবার জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষির পুরস্কার দেয়া হয়। রোববার (২৪ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ উলক্ষে জেলা প্রশাসন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ পুরস্কার প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক রিয়াল অ্যাডমিরাল (অব.) আবু তাহের, কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. আমিনুল ইসলাম টুটুল। সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠান সমন্বয় করেন কুমিল্লা জেলা মৎস্য কর্মকর্তা শরীফ উদ্দিন। দাউদকান্দি প্লাবন ভূমিতে মাছ উৎপাদনে বিশেষ ভূমিকা রাখায় তরুণ উদ্যোক্তা আলী আহমেদ মিয়াজীকে তিনবার পুরস্কৃত করা হয়।

আলী আহমেদ মিয়াজী বলেন, দাউদকান্দি প্লাবন ভূমির উদ্যোক্তা ও কর্মচারীদের সহযোগিতায় এই সফলতা এসেছে। আমাকে তৃতীয়বারের মতো মনোনীত করেছেন দাউদকান্দি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন চৌধুরী। তাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page