০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় জাতীয়তাবাদী সংগ্রামদলের মানববন্ধন; বিদ্যুৎ নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমুদ্রপথে ইতালি যাওয়ার পথে মাফিয়াদের গুলিতে ৩ বাংলাদেশী যুবকের মৃত্যু কুমিল্লায় মহাসড়কে বাসের ধাক্কায় ড্রামট্রাক চালক নিহত বুড়িচংয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন কুমিল্লা নগরীতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কুমিল্লায় মহাসড়কে কেটা ফেলা জায়গায় রোপণ করা হল ৬৪ বকুল গাছ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় এক বন্ধু নিহত, পা হারালেন অপর বন্ধু কুমিল্লা বিএনপির মশালমিছিল ভারতের রিপাবলিক বাংলা টিভিতে আওয়ামী লীগের বলে প্রচার আগামী ৪ ডিসেম্বর কুমিল্লায় অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কুমিল্লায় ডিবি পরিচয়ে গরুবোঝাই ট্রাকে ডাকাতি, হাত-পা বেঁধে ১৫ গরু লুট

কুমিল্লায় ৫ কিলোমিটার ধাওয়া করে চোর ধরল পুলিশ

  • তারিখ : ০৯:২৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
  • 37

গাজীপুর থেকে চুরি যাওয়া মোটরসাইকেল পাঁচ কিলোমিটার ধাওয়া করে কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোরকেও আটক করা হয়।

সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন ৯৯৯-এর পরিদর্শক (মিডিয়া) আব্দুস সাত্তার।

তিনি জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে একজন অভিযোগ করেন, ইয়ামাহা ফেজার ব্র্যান্ডের নীল রঙের একটি মোটরসাইকেল গাজীপুর থেকে চুরি হয়ে গেছে। মোটরসাইকেলটিতে সংযোজিত জিপিএস লোকেশন ট্র্যাকারের মাধ্যমে তাঁরা দেখতে পাচ্ছিলেন মোটরসাইকেলটি বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার কাছাকাছি চলন্ত অবস্থায় আছে। গতকাল রোববার সন্ধ্যা পৌনে ৭টায় তাঁরা এ তথ্য জানান।

জাতীয় জরুরি সেবা সেলে কলটি রিসিভ করেন কনস্টেবল শিমু খাতুন। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি কুমিল্লা জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ ও হাইওয়ে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে জানিয়ে মোটরসাইকেলটি উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। পরে ১৯৯ ডিসপ্যাচার এএসআই আসাদুজ্জামান কলার এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে পুলিশি তৎপরতার আপডেট নিতে থাকেন।

আব্দুস সাত্তার আরও জানান, সংবাদ পেয়ে কুমিল্লার ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিমসার বাজারের কাছে মোটরসাইকেলটি দেখতে পায়। এরপর প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া করে কুমিল্লা ক্যান্টনমেন্টের কাছাকাছি মহাসড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে। চুরির দায়ে আবু হানিফ (৩৫) নামে একজনকে আটক করা হয়।

আটকের বিষয়টি ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার এএসআই জহিরুল ইসলাম ৯৯৯ সেলকে নিশ্চিত করেন। আটক হানিফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এ কর্মকর্তা।

error: Content is protected !!

কুমিল্লায় ৫ কিলোমিটার ধাওয়া করে চোর ধরল পুলিশ

তারিখ : ০৯:২৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২

গাজীপুর থেকে চুরি যাওয়া মোটরসাইকেল পাঁচ কিলোমিটার ধাওয়া করে কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোরকেও আটক করা হয়।

সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন ৯৯৯-এর পরিদর্শক (মিডিয়া) আব্দুস সাত্তার।

তিনি জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে একজন অভিযোগ করেন, ইয়ামাহা ফেজার ব্র্যান্ডের নীল রঙের একটি মোটরসাইকেল গাজীপুর থেকে চুরি হয়ে গেছে। মোটরসাইকেলটিতে সংযোজিত জিপিএস লোকেশন ট্র্যাকারের মাধ্যমে তাঁরা দেখতে পাচ্ছিলেন মোটরসাইকেলটি বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার কাছাকাছি চলন্ত অবস্থায় আছে। গতকাল রোববার সন্ধ্যা পৌনে ৭টায় তাঁরা এ তথ্য জানান।

জাতীয় জরুরি সেবা সেলে কলটি রিসিভ করেন কনস্টেবল শিমু খাতুন। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি কুমিল্লা জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ ও হাইওয়ে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে জানিয়ে মোটরসাইকেলটি উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। পরে ১৯৯ ডিসপ্যাচার এএসআই আসাদুজ্জামান কলার এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে পুলিশি তৎপরতার আপডেট নিতে থাকেন।

আব্দুস সাত্তার আরও জানান, সংবাদ পেয়ে কুমিল্লার ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিমসার বাজারের কাছে মোটরসাইকেলটি দেখতে পায়। এরপর প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া করে কুমিল্লা ক্যান্টনমেন্টের কাছাকাছি মহাসড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে। চুরির দায়ে আবু হানিফ (৩৫) নামে একজনকে আটক করা হয়।

আটকের বিষয়টি ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার এএসআই জহিরুল ইসলাম ৯৯৯ সেলকে নিশ্চিত করেন। আটক হানিফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এ কর্মকর্তা।