কুমিল্লা টাওয়ার হাসপাতালের বেজমেন্টে ১৩টি চিকিৎসক চেম্বার; ২ লাখ টাকা জরিমানা

কুমিল্লা নিউজ।।
নানা অনিয়মের দায়ে কুমিল্লা মেডিকেল সেন্টার হাসপাতালকে (টাওয়ার হাসপাতাল) দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা বলেন, কুমিল্লা মেডিকেল সেন্টার হাসপাতাল কুমিল্লা টাওয়ার ভবনটিতে দীর্ঘদিন ধরে নষ্ট লিফট কোনোরকম মেরামত করেই রোগী ওঠানামা করাচ্ছিল বলে স্বাস্থ্য বিভাগের কাছে অভিযোগ রয়েছে।

বারবার ঝুঁকি নিয়ে রোগী ওঠানামা করানোর সময় সম্প্রতি দুবার লিফট বন্ধ হয়ে রোগী আটকে পড়ার ঘটনা ঘটে। আজ সরেজমিন দেখা গেছে, সেই লিফট মেরামত না করেই রোগী ওঠানামা চলছিল। ঝুঁকি নিয়ে চলাচল করায় সেটিকে সিলগালা করে দেওয়া হয়।

এছাড়াও হাসপাতাল কর্তৃপক্ষ অনিয়মের আশ্রয় নিয়ে ভবনটির বেজমেন্টে অন্তত ১৩টি চিকিৎসক চেম্বার চালু রেখেছিল। যা নিয়মবহির্ভূত। সেগুলোকে বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়েছে। এসব অনিয়মের দায়ে হাসপাতালটিকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

সম্প্রতি কুমিল্লা মেডিকেল সেন্টার হাসপাতালে রোগীসহ অন্তত তিনবার লিফট আটকে পড়ার ঘটনা ঘটে। এসব ঘটনার ভিডিও সামাজিকযোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page