কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করল শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেনকে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে জাকির হোসেনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সরেজমিন দেখা যায়, মোহাম্মদ জাকির হোসেনকে প্রথমে প্রক্টর অফিসে নিয়ে আসা হয়। পরে প্রশাসনিক কর্মকর্তারা প্রক্টরের সঙ্গে আলোচনা করেন। এরপর প্রশাসনিক কর্মকর্তা, প্রক্টর এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তায় জাকির হোসেনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ হান্নান রহিম বলেন, ‘মোহাম্মদ জাকির হোসেন একটি মামলার এজাহারভুক্ত আসামি। তার নামে মামলা থাকায় তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, ‘এই বিষয়ে আমার কোনও মন্তব্য নেই।’

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই লিটন বলেন, ‘ডিবি স্যারের নির্দেশ অনুযায়ী আমরা তাকে গ্রেফতার করেছি। তার নামে একটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।’

উল্লেখ্য, সদর দক্ষিণ থানায় শাখাওয়াত হোসেন নামে এক ব্যক্তির করা একটি মামলায় এজাহারভুক্ত ১১ নম্বর আসামি মোহাম্মদ জাকির হোসেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page