কোলকাতা ক্রিকেট একাডেমিকে হোয়াইটওয়াশ করলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট

মোঃ জহিরুল হক বাবু।।
কোলকাতা ক্রিকেট একাডেমিকে হোয়াইটওয়াশ এর মধ্যদিয়ে সিরিজ জয় করে নিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট একাডেমি।

কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মাঠে আয়োজিত সিরিজের শেষ ম্যাচে সোমবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট একাডেমি প্রথমে ব্যাট করতে নেমে ১৬ ওভারে সব উইকেট হারিয়ে ৯৯ রান সংগ্রহ করে।

১০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোলকাতা ক্রিকেট একাডেমি ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৭৬ রান করে।

এর আগে একই মাঠে দুইটি ম্যাচে কুমিল্লা ভিক্টোরিন্স ট্যালেন্ট হান্ট একাডেমি, কোলকাতা ক্রিকেট একাডেমিকে পরাজিত করে সিরিজ নিশ্চিত করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর চেয়ারম্যান নাফিসা কামাল।

আরো উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) এর পরিচালক (প্রশাসন) মিলন কান্তি ভট্টাচার্য, যুগ্ম পরিচালক ড. মোঃ আনোয়ার হোসেন, মাহবুব আলম, ম্যাজিক প্যারাডাইস এর এডমিন মোতাব্বির হোসেন নাসির, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট একাডেমীর সমন্বয়কারী মোঃ আতিকুর রহমান, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর সমন্বয়কারী কামরুল হাসান শাহীনসহ আরো অনেক।

অনুষ্ঠানে প্রধান অতিথি কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর চেয়ারম্যান নাফিসা কামাল বলেন, কুমিল্লা ভিক্টোরিয়ান ট্যালেন্ট হান্টের মাধ্যমে তৃনমুল পর্যায়ে থেকে ক্রিকেটার তৈরী হয়ে জাতীয় পর্যায়ে যাবে। একসময় জাতীয় দলের নেতৃত্ব দিবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট একাডেমীর খেলোয়ারা।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

You cannot copy content of this page