০৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুক্ত চিন্তার শুদ্ধ প্রকাশে নিরন্তর-কুমিল্লায় ধ্বনি আবৃত্তির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লার হোমনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক আটক কুমিল্লায় জলাতংক বিস্তার রোধে বিড়াল-কুকুরের বিনামূল্যে চেকাপ ও ভেক্সিন ক্যাম্প চৌদ্দগ্রামের কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী; স্মৃতির প্রাঙ্গনে প্রীতির বন্ধনে মিলনমেলা কুমিল্লায় ঢাকাগামী বিএনপির নেতাকর্মীদের বাস দুর্ঘটনা, আহত ৩২ কুমিল্লা-৬ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন জামায়াতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ বুড়িচংয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সুজন গ্রেপ্তার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা কুমিল্লার হোমনায় পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু কুমিল্লা-৬ আসনে হাজী ইয়াছিনের পক্ষে মনোনয়নপত্র ক্রয়

খেজুরের রস খেতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ যুবক কারাগারে

  • তারিখ : ১১:২০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • 86

নিউজ ডেস্ক।।
নেত্রকোণা থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খেজুরের রস খেতে গিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দেওয়ায় ১৫ যুবককে আটক করে পুলিশে দেওয়া হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বুধবার পাকুন্দিয়া পৌর এলাকার শ্রীরামদী গ্রাম থেকে প্রথমে তাদের আটক করে স্থানীয়রা। পরে খবর দিয়ে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

আটককৃতরা হলো– নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কান্দিউরা গ্রামের আরমান মিয়া (১৯), সারোয়ার জাহান সিয়াম (১৯), রিফাত (১৮), ইকবাল হোসনে শুভ (১৮), রাহাতুল ইসলাম (১৯), মোজাহিদ ইসলাম জিহাদ (১৯), ওয়াশেরপুর গ্রামের মো. আবু সাঈদ (১৯), মো. রাজন (১৯), ইয়াসিন (২০), আরফিন শুভ (১৯), অমিত (১৮), সাউদপাড়া গ্রামের আবু সুফিয়ান শাওন (১৯), আশিকুর রহমান (১৯) ও তাম্বুলিপাড়া গ্রামের জয় বর্মন (১৮)। এ ছাড়া আটকদের মধ্যে এক কিশোর রয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াৎ হোসেন বলেন, ‘বেশ কয়েক বছর ধরে শীতকাল আসলেই বিভিন্ন এলাকা থেকে পাকুন্দিয়ায় খেজুরের রস খেতে আসে মানুষজন। খেজুরের রস খেতে ভোরে আসতে হয়। আজ বুধবার ভোরে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা থেকে পাঁচটি মোটরসাইকেলে করে ওই ১৫ যুবক খেজুরের রস খেতে পাকুন্দিয়া পৌর এলাকার শ্রীরামদী গ্রামে আসে। খেজুরের রস খাওয়া শেষ করে সেখান থেকে ফেরার সময় তারা একযোগে ‘‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’’, ‘‘বঙ্গবন্ধুর বাংলায় ইউনূস সরকারের ঠাঁই নাই’’, ‘‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’’ বলে স্লোগান দিতে থাকে। এটি শুনে স্থানীয় জনতা তাদের ঘেরাও করে। পরে তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ১৫ যুবককে থানায় নিয়ে আসে।’

ওসি আরও বলেন, ‘পুলিশ তাদের নিরাপত্তার কথা চিন্তা করে তাৎক্ষণিক থানায় নিয়ে আসে। পরে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

তবে, কী মামলায় ১৫ যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে তা বলেননি ওসি শাখাওয়াৎ হোসেন।

error: Content is protected !!

খেজুরের রস খেতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ যুবক কারাগারে

তারিখ : ১১:২০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

নিউজ ডেস্ক।।
নেত্রকোণা থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খেজুরের রস খেতে গিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দেওয়ায় ১৫ যুবককে আটক করে পুলিশে দেওয়া হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বুধবার পাকুন্দিয়া পৌর এলাকার শ্রীরামদী গ্রাম থেকে প্রথমে তাদের আটক করে স্থানীয়রা। পরে খবর দিয়ে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

আটককৃতরা হলো– নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কান্দিউরা গ্রামের আরমান মিয়া (১৯), সারোয়ার জাহান সিয়াম (১৯), রিফাত (১৮), ইকবাল হোসনে শুভ (১৮), রাহাতুল ইসলাম (১৯), মোজাহিদ ইসলাম জিহাদ (১৯), ওয়াশেরপুর গ্রামের মো. আবু সাঈদ (১৯), মো. রাজন (১৯), ইয়াসিন (২০), আরফিন শুভ (১৯), অমিত (১৮), সাউদপাড়া গ্রামের আবু সুফিয়ান শাওন (১৯), আশিকুর রহমান (১৯) ও তাম্বুলিপাড়া গ্রামের জয় বর্মন (১৮)। এ ছাড়া আটকদের মধ্যে এক কিশোর রয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াৎ হোসেন বলেন, ‘বেশ কয়েক বছর ধরে শীতকাল আসলেই বিভিন্ন এলাকা থেকে পাকুন্দিয়ায় খেজুরের রস খেতে আসে মানুষজন। খেজুরের রস খেতে ভোরে আসতে হয়। আজ বুধবার ভোরে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা থেকে পাঁচটি মোটরসাইকেলে করে ওই ১৫ যুবক খেজুরের রস খেতে পাকুন্দিয়া পৌর এলাকার শ্রীরামদী গ্রামে আসে। খেজুরের রস খাওয়া শেষ করে সেখান থেকে ফেরার সময় তারা একযোগে ‘‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’’, ‘‘বঙ্গবন্ধুর বাংলায় ইউনূস সরকারের ঠাঁই নাই’’, ‘‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’’ বলে স্লোগান দিতে থাকে। এটি শুনে স্থানীয় জনতা তাদের ঘেরাও করে। পরে তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ১৫ যুবককে থানায় নিয়ে আসে।’

ওসি আরও বলেন, ‘পুলিশ তাদের নিরাপত্তার কথা চিন্তা করে তাৎক্ষণিক থানায় নিয়ে আসে। পরে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

তবে, কী মামলায় ১৫ যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে তা বলেননি ওসি শাখাওয়াৎ হোসেন।