১১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচংয়ে কোরপাই থেকে নাজিরা বাজার পর্যন্ত টহল-চেকপোস্টে তল্লাশি জোরদার কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার কুমিল্লায় নাশকতার অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার কুমিল্লা–৬ আসনে টানা কর্মসূচির দশম দিনে হাজী ইয়াছিনের পক্ষে গণস্বাক্ষর অভিযান তিন মাস পর বাসায় ফিরেছে মাইলস্টোন ট্র্যাজেডির কুমিল্লার যমজ দুইবোন জামায়াত ক্ষমতায় গেলে ঘুষ জাদুঘরে পাঠানো হবে- কুমিল্লায় সরওয়ার ছিদ্দিকী চৌদ্দগ্রামে কামরুল হুদার পক্ষে ঘোলপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের লিফলেট বিতরণ ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচন, কোনো শক্তিই ঠেকাতে পারবে না: কুমিল্লায় প্রেস সচিব কুমিল্লায় হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার আহত প্রবাসী সেলিমের দেশে ফেরার টিকিট দিলেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার

গাজীপুরের লবলং খালে বাঁধ নির্মাণের ওপর হাইকোর্টের স্থিতাবস্থা

  • তারিখ : ১২:০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
  • 65

নিজস্ব প্রতিবেদক।।
গাজীপুরের শ্রীপুর ও কাপাসিয়া এলাকার লবলং খাল ভরাট, দখল, বাঁধ নির্মাণের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সিএস/আরএস অনুসারে লবলং খালের প্রকৃত সীমনা জরিপ করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জনস্বার্থে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (১৫ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে বেঞ্চ এ আদেশ দেন। এর আগে খাল দখল নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনযুক্ত করে হাইকোর্টে রিট করেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)।

আদেশের পাশপাশি লবলং খাল ভরাট, দখল, বাঁধ নির্মাণ বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনী ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করেছে আদালত। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।

স্থানীয় সরকার সচিব, পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ বিবাদীদের এ রিটের জবাব দিতে বলা হয়েছে। আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী মনজিল মোরসেদ।

আইনজীবী মনজিল মোরসেদ বলেন, লবলং খাল ভরাট, দখল, বাঁধ নির্মাণের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন এবং কাপাসিয়ার ইউএনওসহ ছয়জনকে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে গাজীপুরের ডিসি এবং এসিল্যান্ডকে সিএস/আরএস অনুসারে লবলং খালের প্রকৃত সীমনা জরিপ করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রীট পিটিশনার হলেন, এডভোকেট মোঃ সারওয়ার আহাদ চৌধূরী, এডভোকেট একলাছ উদ্দিন ভূইয়া, এবং এডভোকেট রিপন বাড়ৈ।

error: Content is protected !!

গাজীপুরের লবলং খালে বাঁধ নির্মাণের ওপর হাইকোর্টের স্থিতাবস্থা

তারিখ : ১২:০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক।।
গাজীপুরের শ্রীপুর ও কাপাসিয়া এলাকার লবলং খাল ভরাট, দখল, বাঁধ নির্মাণের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সিএস/আরএস অনুসারে লবলং খালের প্রকৃত সীমনা জরিপ করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জনস্বার্থে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (১৫ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে বেঞ্চ এ আদেশ দেন। এর আগে খাল দখল নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনযুক্ত করে হাইকোর্টে রিট করেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)।

আদেশের পাশপাশি লবলং খাল ভরাট, দখল, বাঁধ নির্মাণ বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনী ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করেছে আদালত। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।

স্থানীয় সরকার সচিব, পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ বিবাদীদের এ রিটের জবাব দিতে বলা হয়েছে। আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী মনজিল মোরসেদ।

আইনজীবী মনজিল মোরসেদ বলেন, লবলং খাল ভরাট, দখল, বাঁধ নির্মাণের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন এবং কাপাসিয়ার ইউএনওসহ ছয়জনকে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে গাজীপুরের ডিসি এবং এসিল্যান্ডকে সিএস/আরএস অনুসারে লবলং খালের প্রকৃত সীমনা জরিপ করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রীট পিটিশনার হলেন, এডভোকেট মোঃ সারওয়ার আহাদ চৌধূরী, এডভোকেট একলাছ উদ্দিন ভূইয়া, এবং এডভোকেট রিপন বাড়ৈ।