০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা কানুসহ সকল সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

  • তারিখ : ০৯:৫০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • 33

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে বিতর্কিত মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুসহ সন্ত্রাসীদের গ্রেফতার এবং নিরীহ মানুষের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিন শেষে হায়দার শপিং কমপ্লেক্সের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মু. বেলাল হোসাইনের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি মু. শাহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো: আখতারুজ্জামান, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মো: ইব্রাহীম জেলা শিবির নেতা মহিউদ্দিন রনি সহ উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, খুনি আব্দুল হাই কানুসহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে চৌদ্দগ্রামে সংগঠিত সকল হত্যার খুনিদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। নেতাকর্মী সহ সাধারণ মানুষের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার, বিগত সময়ে সন্ত্রাসী কর্মকান্ড ও বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর নৃশংস হামলায় ব্যবহত সকল অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এ সকল বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। অনতিবিলম্বে বিষয়গুলো কার্যকর না হলে উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারী প্রদান করেন জামায়াত নেতৃবৃন্দ।

error: Content is protected !!

চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা কানুসহ সকল সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

তারিখ : ০৯:৫০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে বিতর্কিত মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুসহ সন্ত্রাসীদের গ্রেফতার এবং নিরীহ মানুষের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিন শেষে হায়দার শপিং কমপ্লেক্সের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মু. বেলাল হোসাইনের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি মু. শাহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো: আখতারুজ্জামান, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মো: ইব্রাহীম জেলা শিবির নেতা মহিউদ্দিন রনি সহ উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, খুনি আব্দুল হাই কানুসহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে চৌদ্দগ্রামে সংগঠিত সকল হত্যার খুনিদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। নেতাকর্মী সহ সাধারণ মানুষের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার, বিগত সময়ে সন্ত্রাসী কর্মকান্ড ও বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর নৃশংস হামলায় ব্যবহত সকল অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এ সকল বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। অনতিবিলম্বে বিষয়গুলো কার্যকর না হলে উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারী প্রদান করেন জামায়াত নেতৃবৃন্দ।