চৌদ্দগ্রাম বিএনপি সভাপতি কামরুল হুদা জেলা যুগ্ম-আহবায়ক হওয়ায় সংবর্ধনা

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপি’র সভাপতি কামরুল হুদাকে সংবর্ধনা দেয়া হয়েছে। সদ্য ঘোষিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক কমিটিতে ৪নং যুগ্ম আহবায়ক মনোনীত হওয়ায় তাকে এ সংবর্ধনা দেয়া হয়েছে। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

শুক্রবার (৩ জুন) সন্ধ্যায় উপজেলা বিএনপি কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি কামরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহআলম রাজু।

চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপি’র সদস্য সচিব হারুনুর রশিদ মজমুদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন এর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি অধ্যাপক ইয়াছিন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আতিকুল হক, সহ-সম্পাদক বেলাল হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী, সমাজ কল্যাণ সম্পাদক শরীফুল ইসলাম দুলাল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খোরশেদ আলম, উপজেলা যুবদল নেতা শাহ্ নেওয়াজ মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা মৎসজীবি দলের আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মোহাম্মদ দাউদ, উপজেলা তাঁতি দলের সভাপতি ইব্রাহিম খলিল, উপজেলা যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলাল, কাজী রকিব, পৌর যুবদল নেতা মোহাম্মদ হাসান, ইউনিয়ন যুবদল নেতা নূর মোহাম্মদ, ইলিয়াছ পাটোয়ারী, উপজেলা ছাত্রদল নেতা ফখরুল ইসলাম, কামরুল ইসলাম, পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, পৌর ছাত্রদল নেতা ইব্রাহিম খলিল অনিক প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক জিয়াউর রহমান জিতু, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রহমান রোমেল, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাইন উদ্দিন মজুমদার, উপজেলা বিএনপি’র সদস্য শরীফ হাসান, আব্দুল কাদের ভূঁইয়া, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, যুগ্ম সম্পাদক হিরণ পালোয়ান, বিএনপি নেতা আবুল কালাম সওদাগর, আবুল কাশেম, কাজী জাহাঙ্গীর হোসেন, কাজী মীর হোসেন, আলী হায়দার, আব্দুর রহিম ভূঁইয়া জসিম, মোস্তাফিজুর রহমান, আবুল কালাম, নাসির উদ্দিন, মোস্তফা কমিশনার, পৌর যুবদল নেতা আবুল খায়ের মজুমদার, শাকির চৌধুরী, আজিম খানসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page