ছাত্রলীগ নেতার ৫ ছাগল চুরি

নিউজ ডেস্ক।।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. কামাল হোসেন জুয়েলের পাঁচটি ছাগল চুরি হয়েছে। চুরি হওয়া ছাগলের দাম প্রায় ৭০ হাজার টাকা বলে ধারনা করা হচ্ছে। আজ বুধবার উপজেলার মাধবখালি ইউনিয়নের লেবুবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোল্লা মারুফ হোসেন।

ছাগলের মালিক ছাত্রলীগ নেতা মো. কামাল হোসেন জুয়েল বলেন, বুধবার দুপুরে তার বাবা মতলেব মিয়া ছাগলগুলোকে ঘাস খাওয়ানোর জন্য বাড়ির পেছনে একটি খেতে নিয়ে যান। সন্ধ্যার আগে ছাগলগুলো বাড়িতে আনতে গিয়ে দেখেন একটি ছাগলও মাঠে নেই। অনেক খোঁজাখুঁজি করে কোথাও ছাগলগুলো পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, বাড়ির পাশে কিছু বয়স্ক লোক দেখেছেন একটি অটোরিকশায় করে ছাগলগুলো দুর্বৃত্তরা নিয়ে গেছে। তারা বুঝতে পারেনি এ ছাগলগুলো আমাদের।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, মাধবখালী ইউনিয়নের লেবুবুনিয়া গ্রামে ৫টি ছাগল চুরি হয়েছে। বিষয়টি আমাকে জানানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page