দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদরাসায় পরামর্শ সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদরাসায় মরুহম এয়ার আহমেদ মজুমদারের স্বরণে ছারছীনা শরীফের আ’লা হয়রত পীর সাহেব কেবলার শুভাগমন উপলক্ষে আয়োজিত বার্ষিক মাহফিলকে কেন্দ্র করে পরামর্শ সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদরাসায় এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক, শুভপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর কবির মজুমদার। সভায় প্রধান বক্তা ছিলেন শুভপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান মজুমদার।

পাশাকোট দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কাহ্হার এর সভাপতিত্বে ও কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় যুব সংহতির সভাপতি নজরুল ইসলাম বাবরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন শাহ্ সাহেব মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের, ধনুসাড়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল, ঢাকা খিলক্ষেত থানা আ’লীগের সাধারণ সম্পাদক হাজী আসলাম উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সভাপতি দেলোয়ার হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক এরশাদ উল্লাহ্, শুভপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ডা. হারুনুর রশিদ, পৌর জাতীয় পার্টির সভাপতি নজির আহম্মেদ প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মেম্বার, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহাগ মোর্শেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, কুমিল্লা দক্ষিণ জেলা যুব-সংহতির তথ্য-প্রযুক্তি সম্পাদক ইয়াকুব আলী মজুমদার ছোটন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র সমাজের আহবায়ক মিজানুর রহমানসহ স্থানীয় জাতীয় পার্টি, অঙ্গ সংগঠন ও ছাত্র হিযবুল্লাহ্ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এর আগে কুরআন তেলাওয়াত ও মাদরাসার নিজস্ব সংগীত পরিবেশনের মাধ্যমে সভা শুরু হয়।

উল্লেখ্য, পাশাকোট দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদরাসায় আগামী ৩ ও ৪ মার্চ দুইদিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উক্ত মাহফিলে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানরা আখেরি মুনাজাতে অংশগ্রহণ করে থাকে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

You cannot copy content of this page