দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে কুমিল্লায় বাজার মনিটরিং করছে শিক্ষার্থীরা

জহিরুল হক বাবু।।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে এবার বাজার মনিটরিং এ বেরিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। গতকালের পরিছন্নতা অভিযানের পর এবার কুমিল্লা নগরীর বিভিন্ন বাজারে বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করেন তারা। বুধবার সকাল থেকে নগরীর বিভিন্ন কাচাবাজারসহ অন্যান্য বাজারগুলো মনিটরিং করেন তারা।

নগরীর টমছমব্রীজ ও রানীর বাজারে কাচা বাজার, মাছ বাজার মাংসের বাজারে মূল্য তালিকা দেখা হয়। কিছু কিছু দোকানের অন্যের তালিকা এখন করে সে অনুযায়ী ঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তাও দেখেন শিক্ষার্থীরা

এ সময় তারা বাজারে সকল বিক্রেতাদের বলে আসেন যেন তারা কোন ধরনের চাঁদাবাজির শিকার না হন, নিজেরা যেন কাউকে চাঁদা না দেন । এছাড়া অযথাই দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানান তারা।

টমছম ব্রিজ বাজার পরিদর্শন শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য পাইকারি বাজারের সিন্ডিকেট দায়ী করেছে বিক্রেতারা। এছাড়া চিনি স্টক করে রাখা, মাছ ও মুরগির ওজনে কারচুপি, বাজারের চাঁদাবাজি এবং রাস্তার উপরে দোকানপাট সিএনজি স্ট্যান্ড পর্যবেক্ষণ করা হয়।

এছাড়া বুধবার সারাদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ছাড়াও, বিএনসিসি ও স্কাউটের সদস্যরা নগরীর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page