বঙ্গবন্ধুর জন্মদিনে কুমিল্লায় দুইদিন ব্যাপি বর্ণাঢ্য উৎসব

স্টাফ রিপোর্টার।।
স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীতে তাক লাগানো কর্মসূচি গ্রহণ করেছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। আগামী ১৭ ও ১৮ মার্চ দুই দিনব্যাপি বর্ণাঢ্য উৎসব হাতে নেওয়া হয়েছে।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির পরিকল্পনা ও তত্বাবধানে বর্ণিল আয়োজনে অংশ নিবেন দলের কেন্দ্রিয় নেতারা। কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বসবে ইতিহাসের মহানায়কের জন্মদিনের এ আনন্দ আসর।

জাতীয় অনুষ্ঠানের জন্য ১৭ মার্চের উৎসব অনুষ্ঠিত হবে ১৮ মার্চ। রবিবার সন্ধ্যায় কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কন্ফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিষয়ে জানিয়েছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।

এ সময় উপস্তিত ছিলেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, অর্থ সম্পাদক আলী মনসুর ফারুক, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন ভৌমিক।

দুই দিনব্যাপি অনুষ্ঠানে ১৭ মার্চ ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় কুমিল্লা নগর উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, দুপুরে মসজিদে দোয়া ও সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। ১৮ মার্চ বিকেল চারটায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে জন্মশত বার্ষিকীর উৎসব অনুষ্ঠিত হবে।

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বঙ্গবন্ধুর ১০০ তম জন্মবার্ষিকীতে ১০০ পাউন্ড ওজনের কেক কাটবে শিশু শিক্ষার্থীরা। ফুটানো হবে ১০০ আতশবাজি। শতকন্ঠে ধ্বনিত হবে জাতীয় সংগীত আর জন্মশত বার্ষিকীর থিম সং। সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড ‘ব্যাক স্টেজ’, বঙ্গবন্ধুকে নিয়ে গান করবে জনপ্রিয় শিল্পী রাফি। নৃত্য পরিবেশন করবে ঢাকার জনপ্রিয় নৃত্যশিল্পীরা। বঙ্গবন্ধুর উপর জারি গান গাইবে রাজশাহী থেকে আগত বাউল দল। চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত শিল্পীরা শোনাবে গম্ভীরা। নগরীর প্রতি ওয়ার্ডে ঝুলানো হবে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর ১০০ টি করে ফেস্টুন। নগরজুড়ে বঙ্গবন্ধুর ছবি সংবলিত জন্মশতবর্ষের ফেস্টুনের পাশাপাশি দলীয় কার্যলয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় দেখা মিলবে বর্ণিল আলোর ঝলকানি।

এ জমকালো আয়োজনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় যুগ্ম সাধারন সম্পাদক ও দলের অন্যতম মুখপাত্র জননেতা মাহাবুব উল আলম হানিফ এমপি। সভাপতিত্ব করবেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। কর্মসূচি সফল করতে গত সোমবার বিকেলে কুমিল্লা টাউন হল মিলনায়তনে মহানগর আওয়ামী লীগ বর্ধিত সভা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন হাজী বাহার এমপি। এসময় নগরীর ২৭ ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি-সাধরন সম্পাদক, দলীয় কাউন্সিলর সহ মহানগর যুবলীগ, মহানগর শ্রমিক লীগ, মহানগর কৃষক লীগ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ আমন্ত্রনে সভায় অংশ নেন আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ ও সদর উপজেলাধীন ৬ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

এবিষয়ে জানতে চাইলে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ‘ বঙ্গবন্ধু জন্ম না হলে বাংলাদেশ হতো না, বাংলাদেশ না হলে আমরা অনেকে অনেক কিছু হতাম না। আমার মতো অনেকেরই বঙ্গবন্ধুর আরেক জন্মশত বার্ষিকী দেখার সুযোগ মিলবে না। তাই আমরা বঙ্গবন্ধুর শততম জন্মশত বার্ষিকী আয়োজনের সর্বোচ্চটা করতে চাই। তিনি জানান, মুজিববর্ষে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর প্রতি যথাযথ সম্মান জানানোর পাশাপাশি নতুন প্রজন্ম বঙ্গবন্ধু ও বাংলাদেশের সঠিক ইতিহাস জানবে।’

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page