০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার মুরাদনগরে পরিত্যক্ত মুরগির খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় স্কুল শেষে নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থীর চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ‎ব্রাহ্মণপাড়ায় মোটরসাইকেল ফেলে পালালেন দুই যুবক, ৪ কেজি গাঁজা উদ্ধার ‎ব্রাহ্মণপাড়া চান্দলায় পরিবারের সদস্যদের জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি কুবির মেডিকেল সেবা নিশ্চিতে শিক্ষার্থীদের ৮ দাবি ফের গ্রেপ্তার দেবিদ্বার পৌরসভার মেয়র শামিম হোমনায় রেহানা মজিদ মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত প্রথমবারের মতো কুবিতে পিএইচডি প্রোগ্রাম চালুর সুপারিশ কুমিল্লায় ভুতুড়ে বিদ্যুৎ বিল: ফ্যান-লাইট ও ফ্রিজের মাসিক বিল ১ লাখ ৬৭ হাজার টাকা!

ব্রাহ্মণপাড়ায় দুই মাদক কারবারিসহ তিনজন গ্রেপ্তার

  • তারিখ : ০৮:৩৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • 21

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে মো. মাসুদ রানা (৩০) ও মো. জাবেদ (২৮) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী শশীদল পূর্বপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে আট বোতল ফেনসিডিল (নেশা জাতীয় সিরাপ) জব্দ করা হয়।

এছাড়া একই রাতে ওই ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোসা. সুমা আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মো. মাসুদ রানা উপজেলার শশীদল পূর্বপাড়া গ্রামের জরু মিয়ার ছেলে, মো. জাবেদ কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার সন্দাইল গ্রামের আব্দুল কাদেরের ছেলে ও মোসা. সুমা আক্তার দক্ষিণ তেতাভূমি গ্রামের মো. আইয়ুব আলীর স্ত্রী।
থানা পুলিশ সূত্রে জানা গেছ, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে পৃথকভাবে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) শান্তনু দেবনাথ ও এসআই শাহাবুর আলম।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া মাদক কারবারি মাসুদ রানা ও জাবেদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এছাড়া গ্রেপ্তার হওয়া আসামিদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

error: Content is protected !!

ব্রাহ্মণপাড়ায় দুই মাদক কারবারিসহ তিনজন গ্রেপ্তার

তারিখ : ০৮:৩৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে মো. মাসুদ রানা (৩০) ও মো. জাবেদ (২৮) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী শশীদল পূর্বপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে আট বোতল ফেনসিডিল (নেশা জাতীয় সিরাপ) জব্দ করা হয়।

এছাড়া একই রাতে ওই ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোসা. সুমা আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মো. মাসুদ রানা উপজেলার শশীদল পূর্বপাড়া গ্রামের জরু মিয়ার ছেলে, মো. জাবেদ কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার সন্দাইল গ্রামের আব্দুল কাদেরের ছেলে ও মোসা. সুমা আক্তার দক্ষিণ তেতাভূমি গ্রামের মো. আইয়ুব আলীর স্ত্রী।
থানা পুলিশ সূত্রে জানা গেছ, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে পৃথকভাবে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) শান্তনু দেবনাথ ও এসআই শাহাবুর আলম।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া মাদক কারবারি মাসুদ রানা ও জাবেদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এছাড়া গ্রেপ্তার হওয়া আসামিদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।