মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে মো. মাসুদ রানা (৩০) ও মো. জাবেদ (২৮) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী শশীদল পূর্বপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে আট বোতল ফেনসিডিল (নেশা জাতীয় সিরাপ) জব্দ করা হয়।
এছাড়া একই রাতে ওই ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোসা. সুমা আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মো. মাসুদ রানা উপজেলার শশীদল পূর্বপাড়া গ্রামের জরু মিয়ার ছেলে, মো. জাবেদ কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার সন্দাইল গ্রামের আব্দুল কাদেরের ছেলে ও মোসা. সুমা আক্তার দক্ষিণ তেতাভূমি গ্রামের মো. আইয়ুব আলীর স্ত্রী।
থানা পুলিশ সূত্রে জানা গেছ, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে পৃথকভাবে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) শান্তনু দেবনাথ ও এসআই শাহাবুর আলম।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া মাদক কারবারি মাসুদ রানা ও জাবেদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এছাড়া গ্রেপ্তার হওয়া আসামিদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরো দেখুন:You cannot copy content of this page