ব্রাহ্মণপাড়ায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন মোহাম্মদ মমিনুল হক ভূইয়া

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মমিনুল হক ভূইয়া।

তিনি তৃতীয় বারের মতো মাধ্যমিক পর্যায়ে উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।

জানা যায়, ২০১৭ সালের ১৬ জুলাই তিনি এই স্কুলে যোগদান করেন। যোগদানের পর থেকে পাল্টে যায় স্কুলের চিত্র। তার নিরলস প্রচেষ্টা ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি লায়ন মোস্তফা কামালের সার্বিক দিক-নির্দেশনায় স্কুলটি এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে।

জাতীয় দিবস থেকে শুরু করে উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানে শ্রেষ্ঠত্ব দেখিয়ে যাচ্ছে স্কুলটি। তৃতীয় বারের মত ব্রাহ্মণপাড়া উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় মোহাম্মদ মমিনুল হক ভূইয়াকে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page