ব্রাহ্মণপাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধণা

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “জামিয়া ইসলামিয়া মাদ্রাসায়” বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় মাদ্রাসা হল রুমে মাদ্রাসার আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন দশম শ্রেণীর ছাত্র মাহফুজুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি মিজানুর রহমান আতিকী এর সভাপতিত্বে ও মাদ্রাসার সহ-সুপার মাইন উদ্দিন সাইদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাহেবাবাদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক ও মাদ্রাসার উপদেষ্টা অধ্যাপক আবদুল মতিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল বারী, মাদ্রাসার সাবেক সভাপতি অধ্যাপক আলমগীর সরকার, কালাকচুয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ ইউনুছ মিয়া, ব্রাহ্মণপাড়া ইসলামী সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি খন্দকার মোঃ শাহজালাল, পরীক্ষা নিয়ন্ত্রক আবু সোয়েব বিল্লাহ্, একেএম শফিকুল ইসলাম।

জানা যায়, বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশন মেধাবৃত্তি পরীক্ষা-২০২৩ এ অত্র মাদ্রাসা থেকে ৭৮ জন পরীক্ষায় অংশগ্রহন করে ২৩টি ট্যালেন্টপুলসহ ৩৪টি বৃত্তি পেয়ে জেলা পর্য্যায়ে প্রথম স্থান অর্জন করে।

অনুষ্ঠানে মাদ্রাসার ফলাফল ও বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা স্মারক ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিবৃন্দরা।

এসময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page