০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার হোমনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক আটক কুমিল্লায় জলাতংক বিস্তার রোধে বিড়াল-কুকুরের বিনামূল্যে চেকাপ ও ভেক্সিন ক্যাম্প চৌদ্দগ্রামের কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী; স্মৃতির প্রাঙ্গনে প্রীতির বন্ধনে মিলনমেলা কুমিল্লায় ঢাকাগামী বিএনপির নেতাকর্মীদের বাস দুর্ঘটনা, আহত ৩২ কুমিল্লা-৬ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন জামায়াতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ বুড়িচংয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সুজন গ্রেপ্তার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা কুমিল্লার হোমনায় পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু কুমিল্লা-৬ আসনে হাজী ইয়াছিনের পক্ষে মনোনয়নপত্র ক্রয় সেই আরশাদুলের শিক্ষার অধিকার নিশ্চিতে এগিয়ে এলেন ব্রাহ্মণপাড়া’র ইউএনও

রোটার‌্যাক্ট ক্লাব অব ময়নামতির ২০২৩-২০২৪ প্রথম সভা ও নতুন কমিটি ঘোষণাসহ ফ্রি মেডিকেল ক্যাম্প

  • তারিখ : ১২:২৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
  • 54

নিজস্ব প্রতিবেদক।
ইয়ুথ ডেভেলপমেন্ট অরগানাইজেশান, রোটার‍্যাক্ট জেলা ৩২৮২,বাংলাদেশ এর রোটার‍্যাক্ট ক্লাব অব ময়নামতির ২০২৩-২৪ রোটাবর্ষের প্রেসিডেন্ট হিসাবে ১৪/০৭/২০২৩ ইং তারিখে ইয়ার লাঞ্চিং এন্ড কলার হ্যান্ডওভার ও রেগুলার মিটিং এর মাধ্যমে দায়িত্ববার গ্রহণ করেন রোটার‍্যাক্টর মোঃ নাজমুল হুদা।

কুমিল্লা পেইজ ডেভেলপমেন্ট অডিটোরিয়ামে বিকাল ০৪ ঘটিকায় সময় উক্ত সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী জেলা-৩২৮২ (বাংলাদেশ) এর অতীত রোটার‍্যাক্ট রিপ্রেজেন্টিপ রোটারিয়ান নাফিজুল আলম বাধন, রোটারিয়ান আবদুল্লাহ হীল বাকী, রোটারিয়ান ইন্জিনিয়ার আমিনুল রসুল সভাপতি রোটরাী ক্লাব ময়নামতি, এক্স রোটারেক্টর, ডিস্ট্রিক্ট অফিসিয়াল, রোটারেক্টর ও ইন্টারেক্টরবৃন্দ।

রোটা. ক্লাব অব ময়নামতি সভার শুরুর পূর্বে সার্ভিস প্রজেক্ট হিসাবে পথচারীদেরকে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এছাড়াও পূর্বে ক্লাব এসেম্বলি, জিরো আওয়ার সেলিব্রেশন, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা করেন

রোটা. ক্লাব অব ময়নামতির প্রেসিডেন্ট রোটা. মোঃ নাজমুল হুদা বলেন ডিআরআর শরীফুল ইসলাম অপু ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী সপ্নপূরণে সহযোদ্ধা হয়ে সর্বোচ্চ কাজ করে যাবে। রোটা ক্লাব অব ময়নামতি ২০২৩-২০২৪ বিভিন্ন প্রজেক্ট নিয়ে পরিকল্পনা করেছে। তা বাস্তবায়নে অগ্রসর ভূমিকা পালন করবে। রোটা ক্লাব ময়নামতির সাবেক সকল সভাপতিগণ উক্ত সভার উপস্থিত থেকে এই রোটারর্ষের সকল কার্যক্রমকে গতিশীক করতে সার্বিক সহযোগিতা করবে বলে আশা ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রোটা. মনিরুল ইসলাম শাওন, রোটা মোঃ জাকির হোসেন, রোটা মোঃ মোফাজ্জল হোসেন রনি, রোটা মাসুমুল বারী কাওসার ও রোটা সারাফত সেজান।

error: Content is protected !!

রোটার‌্যাক্ট ক্লাব অব ময়নামতির ২০২৩-২০২৪ প্রথম সভা ও নতুন কমিটি ঘোষণাসহ ফ্রি মেডিকেল ক্যাম্প

তারিখ : ১২:২৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক।
ইয়ুথ ডেভেলপমেন্ট অরগানাইজেশান, রোটার‍্যাক্ট জেলা ৩২৮২,বাংলাদেশ এর রোটার‍্যাক্ট ক্লাব অব ময়নামতির ২০২৩-২৪ রোটাবর্ষের প্রেসিডেন্ট হিসাবে ১৪/০৭/২০২৩ ইং তারিখে ইয়ার লাঞ্চিং এন্ড কলার হ্যান্ডওভার ও রেগুলার মিটিং এর মাধ্যমে দায়িত্ববার গ্রহণ করেন রোটার‍্যাক্টর মোঃ নাজমুল হুদা।

কুমিল্লা পেইজ ডেভেলপমেন্ট অডিটোরিয়ামে বিকাল ০৪ ঘটিকায় সময় উক্ত সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী জেলা-৩২৮২ (বাংলাদেশ) এর অতীত রোটার‍্যাক্ট রিপ্রেজেন্টিপ রোটারিয়ান নাফিজুল আলম বাধন, রোটারিয়ান আবদুল্লাহ হীল বাকী, রোটারিয়ান ইন্জিনিয়ার আমিনুল রসুল সভাপতি রোটরাী ক্লাব ময়নামতি, এক্স রোটারেক্টর, ডিস্ট্রিক্ট অফিসিয়াল, রোটারেক্টর ও ইন্টারেক্টরবৃন্দ।

রোটা. ক্লাব অব ময়নামতি সভার শুরুর পূর্বে সার্ভিস প্রজেক্ট হিসাবে পথচারীদেরকে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এছাড়াও পূর্বে ক্লাব এসেম্বলি, জিরো আওয়ার সেলিব্রেশন, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা করেন

রোটা. ক্লাব অব ময়নামতির প্রেসিডেন্ট রোটা. মোঃ নাজমুল হুদা বলেন ডিআরআর শরীফুল ইসলাম অপু ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী সপ্নপূরণে সহযোদ্ধা হয়ে সর্বোচ্চ কাজ করে যাবে। রোটা ক্লাব অব ময়নামতি ২০২৩-২০২৪ বিভিন্ন প্রজেক্ট নিয়ে পরিকল্পনা করেছে। তা বাস্তবায়নে অগ্রসর ভূমিকা পালন করবে। রোটা ক্লাব ময়নামতির সাবেক সকল সভাপতিগণ উক্ত সভার উপস্থিত থেকে এই রোটারর্ষের সকল কার্যক্রমকে গতিশীক করতে সার্বিক সহযোগিতা করবে বলে আশা ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রোটা. মনিরুল ইসলাম শাওন, রোটা মোঃ জাকির হোসেন, রোটা মোঃ মোফাজ্জল হোসেন রনি, রোটা মাসুমুল বারী কাওসার ও রোটা সারাফত সেজান।