অপারেশন ডেভিল হান্টঃ কুমিল্লায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তারে আরও ১৫

জহিরুল হক বাবু।।
অপারেশন ডেভিল হান্টে কুমিল্লায় আলাদা অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ১৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

শনিবার রাত থেকে রোববার পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ নিয়ে গত সাতদিনে জেলায় ৬৬ জনকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আরাফাতুল ইসলাম।

তিনি বলেন, গ্রেপ্তার সবাই জুলাই আন্দোলনে শিক্ষার্থী নিপীড়নের বিভিন্ন মামলার আসামি। যাদের বেশিরভাগই আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য।

গ্রেপ্তাররা হলেন-
মুরাদনগর-

১। নুর উদ্দিন সরকার রিপন (৪৯) মুরাদনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক সদস্য ও পরমতলা গ্রামের মৃত আ: ছাত্তারের ছেলে ২। গোলাম মোস্তফা (৪০) ধামঘর ইউনিয়ন আ.লীগ নেতা ও ভুবনঘর গ্রামের শহিদ মিয়ার ছেলে ৩। জুয়েল ভূঁইয়া (৩৫) নবীপুর (পূর্ব) ইউনিয়ন আ.লীগ নেতা ও বাখরনগর গ্রামের মৃত আলী আশরাফ ভূঁইয়ার ছেলে ৪। মোঃ জামাল (২৬) বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন হায়দারাবাদ গ্রামের মোর্তজা আলীর ছেলে ৫। মোঃ ইসমাইল (২৩) নবীপুর (পূর্ব) ইউনিয়ন ছাত্রলীগ নেতা ও নগরপাড় গ্রামের মিজান মিয়ার ছেলে।

এবিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত নুর উদ্দিন সরকার রিপন, গোলাম মোস্তফা, জুয়েল ভাইয়া ও ইসমাইল এদের সকলের বিরুদ্ধেই পুরনো মামলা রয়েছে। রবিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

চৌদ্দগ্রাম-
উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সালুকিয়া গ্রামের মৃত আব্দুর রকিবের ছেলে মো: জাকির হোসেন (৪২) ও শুভপুর ইউনিয়নের পোটকরা গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো: সাদ্দাম হোসেন (৩২)। গোপন সূত্রের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

দাউদকান্দি-

১। সালাউদ্দিন সরকার (৪৩), পিতা: মহরম আলী সরকার,গ্রামঃ চাঁদগাও(সরকার বাড়ি), থানাঃ দাউদকান্দি ,জেলাঃ কুমিল্লা। আওয়ামীলীগ নেতা।

২। মাফুজুর রহমান, পিতা: রহিম উদ্দিন, গ্রামঃ দশপাড়া,থানাঃ দাউদকান্দি, জেলাঃ কুমিল্লা। সুন্দরপুর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।

এর মধ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রলবোমায় আট যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও তার ছেলে যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার ৩ নম্বর কালিকাপুর ইউপির সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ মজুমদার ও তার ছেলে নেয়ামত উল্লাহ মজুমদার। সালাউদ্দিন ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

শনিবার রাতে অপারেশন ডেভিল হান্টে কুমিল্লা শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ।

তিনি বলেন, বাবা-ছেলে দুজনই মামলার এজাহারভুক্ত আসামি।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আরাফাতুল ইসলাম বলেন, “অপরাধীদের গ্রেপ্তার করতে এ অভিযান অব্যাহত থাকবে।”

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

You cannot copy content of this page