
আলমগীর হোসেন।।
নানান আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ প্রকৌশলী প্রতিষ্ঠান (আইইবি) কুমিল্লা কেন্দ্রের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দুই দিনব্যাপী এ আয়োজনে প্রকৌশলীগণ ও তাদের পরিবারবর্গের মিলনমেলা হয়ে ওঠে উৎসবমুখর।
৪ ও ৫ সেপ্টেম্বর আয়োজিত কর্মসূচির প্রথম দিনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চকলেট দৌড়, বল নিক্ষেপসহ নানা খেলা অনুষ্ঠিত হয়। নারীদের জন্য বালিশ খেলা ও হাড়িভাঙ্গা এবং পুরুষদের জন্য চিপস খেলা ছিল বিশেষ আকর্ষণ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মাধ্যমে দিনব্যাপী আয়োজন শেষ হয়।
দ্বিতীয় দিনে জাতীয় পতাকা ও আইইবির পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা কেন্দ্র প্রাঙ্গণে ফিরে আসে। সেখানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এদিন “বাংলাদেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় স্মার্ট গ্রিডের পথে” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইইবির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী শেখ আল আমিন। কুমিল্লা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সম্মানি সম্পাদক প্রকৌশলী সাইদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী নিয়াজ উদ্দিন ও প্রকৌশলী তানভীর উল আহসান তমাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী একে আখতারুজ্জামান। বক্তব্য রাখেন প্রকৌশলী মোতাহার হোসেন।
অনুষ্ঠানে জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দুই দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপ্তি ঘটে সদস্য ও তাদের পরিবারবর্গের র্যাফেল ড্র এবং নৈশভোজের মধ্য দিয়ে।