আগামীকাল ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দুদিনব্যাপী চৌদ্দগ্রাম পাশাকোট মাদ্রাসার মাহফিল

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার চৌদ্দগ্রামের পাশাকোট দারুচ্ছুন্নাত দীনিয়া মাদরাসার দুদিন ব্যাপী বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল শুরু হচ্ছে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি। শাহ্ সূফী মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) স্মরনে আয়োজিত মাহফিলের সকল প্রস্তুতি সম্পর্ণ হয়েছে বলে জানান আয়োজক কমিটি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৩ টা থেকে শুরু হওয়া মাহফিলটি শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জুম্মার নামাজ শেষে মিলাদ ও আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হবে।

পাশাকোট দারুচ্ছুন্নাত দীনিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব আলমগীর কবির মজুমদার জানান, মাহফিলের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব ও আমীরে হিযবুল্লাহ্, আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মাঃ জিঃ আঃ)। তিনি মাহফিলের প্রধান মেহমান হিসেবে ওয়াজ করবেন। এছাড়া উপ-মহাদেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম ওয়াজ করবেন।

আয়োজক কমিটি জানান, প্রতি বছরের ন্যায় এবারও মাহফিলের বিশাল আয়োজন করা হয়েছে। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট দারুচ্ছুন্নাত দীনিয়া মাদরাসা ময়দান জুড়ে করা হয়েছে বিশাল প্যান্ডেল ও আলোকসজ্জা। নির্মিত হয়েছে বিশাল তোরন।

আয়োজকরা জানিয়েছেন, মাহফিল সফল করতে ইতোমধ্যে স্যানিটেশন, খাবার পানি, মেডিকেল টিমসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন মাদ্রাসার শিক্ষার্থীরা। মাহফিলের প্রতিটি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন টিম গঠন করা হয়েছে।

আয়োজকরা জানান, দুদিনব্যাপী এই মাহফিলে প্রায় ১৫ হাজার মানুষের সমাগম হতে পারে। এটি মাহফিলের পাশাপাশি চৌদ্দগ্রামবাসীর ধর্মীয় ঐতিহ্যের প্রতীক। পাশাপাকোট মাদ্রাসার মাহফিলটি চৌদ্দগ্রাম সহ আশে পাশের মানুষের হৃদয়ের আবেগ অনূভূতি জড়িত। এ মাহফিলকে ঘিরে প্রতিবছর মানুষের মধ্যে উচ্ছাস উৎসাহ ও আনন্দের সীমা থাকেনা। মাহফিলটি সফল ও সুশৃঙ্খলভাবে করতে সকলের সহযোগিতা প্রয়োজন বলে জানান আয়োজক কমিটি। উক্ত মাহফিলে সবাইকে দলে দলে যোগদান করার আহব্বান জানান আয়োজক কমিটি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

You cannot copy content of this page