মোঃ সাফি।।
কুমিল্লার ঐতিহ্যবাহী গোমতী নদীতে মাটি কাটা বন্ধে আবারো প্রশাসনের অভিযান শুরু হয়েছে।
সোমবার আদর্শ সদর উপজেলার কামারখাড়া ব্রীজ এলাকায় অভিযান চালায় কুমিল্লা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ।
এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত ট্রাক্টর আটক করা হয়। পরে ট্রাক্টরের মালিক মো তানভীরকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ বলেন এই অভিযানে আমরা গোমতীর মাটি খেকো ভূমি দস্যুদের শিকড় উপড়ে ফেলতে চাই। নবাগত জেলা প্রশাসকের এই অঙ্গীকার বাস্তবায়নে কর্মকর্তাবৃন্দ প্রতিশ্রুতিবদ্ধ। আগামী দিনেও এ অভিযান অব্যহৃত থাকবে।
অভিযানে আনসার বাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সহযোগিতায় ছিলেন।