০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়া যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা কুমিল্লার লাভলী আক্তারকে সম্মাননা স্মারক প্রদান কক্সবাজারের আনন্দযাত্রা সড়কেই শেষ, কুমিল্লার একই পরিবারের ৫ জন নিহত ক্যান্সার আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা বাঁচতে চায় মুরাদনগরে শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুবিতে রোটারেক্ট ক্লাবের উদ্যোগে ‘স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন উত্তর স্বেচ্ছাসেবক দলের ৪নং ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি সভা

আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াঙ্গনের বিশিষ্ট সংগঠক -আনোয়ার হোসেন খোকন

  • তারিখ : ১০:৪৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • 111

মোঃ জামাল হোসেন।।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেন এই শুভদিনে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। প্রথমেই আমরা কিংবদন্তী ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি। তাঁর অক্লান্ত প্রচেষ্টা ও উদ্যম ছাড়া আমাদের মাঠজয় কাঙ্ক্ষিত রূপ পেতো না।

তিনি বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন আমাদের দেশের ক্রীড়াঙ্গনের একজন বিশিষ্ট সংগঠক। তিনি বিশেষ করে খেলাধুলার উন্নয়নে যে ভূমিকা রেখেছেন, তা আজও স্মরণীয়। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের টুর্নামেন্ট তাঁর নামেই আয়োজন করা হয়েছে, যা ক্রীড়াঙ্গনে তাঁর অবদানকে স্মরণ ও সম্মান জানাবার একটি অনন্য উদ্যোগ।

শুক্রবার (২৫ এপ্রিল ২০২৫) শাহরাস্তি উপজেলার চিতোষী আর এন্ড এম উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

তিনি আরো বলেন, এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা তরুণদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে পেরেছি, এটি নিঃসন্দেহে আমাদের ক্রীড়া জগতের জন্যে একটি ইতিবাচক পদক্ষেপ। খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব, একতা এবং চেতনার অনুশীলন। আমি টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ফাইনালে পৌঁছানো দুটি দল ইতোমধ্যেই প্রমাণ করেছে তাদের মেধা, পরিশ্রম এবং দলগত মনোভাব। আমি আশা করি আজকের ফাইনাল খেলা হবে চমৎকার, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং ফেয়ার প্লেতে ভরপুর। আমি ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে, যারা এতো সুন্দর ও সফলভাবে এই টুর্নামেন্ট আয়োজন করেছে।

একই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি উপস্থিত দর্শক, পৃষ্ঠপোষক ও সকল শুভানুধ্যায়ীর প্রতি। আজকের এই ফাইনাল ম্যাচ আপনাদের সবার জন্যে মাইলফলক হয়ে উঠুক। অন্তহীন সংকল্প, অকুণ্ঠ উৎসাহ আর নিঃস্বার্থ খেলা দেখার মনোভাব নিয়ে মাঠের দিকে দৃষ্টিপাত করুন। আমি নিশ্চিত, আজকের দিন ফুটবলপ্রেমীদের হৃদয়ে এক অমর স্মৃতি হয়ে থাকবে। আপনাদের সবার জন্যে শুভ কামনা রইলো। চলমান ফুটবলের উৎসব হোক সবার জন্যে আনন্দের, ঐক্যের এবং বন্ধুত্বের উৎস।

উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান পাটোয়ারী, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মো. মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী মেশকাত হোসেন, ক্রীড়া সংগঠক মোশাররফ হোসেন টুটুল, ক্রীড়া ব্যক্তিত্ব জাহিদুল ইসলাম দিপু, বিএনপি নেতা আবুল বাশার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আতাহার আহমেদ তানভীর ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শারাফত করিম শামীম। ফাইনাল খেলায় হাজীগঞ্জ ফ্রেন্ডস্ ক্লাবকে ১-৩ গোলের ব্যবধানে পরাজিত করে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব জয়লাভ করে।

error: Content is protected !!

আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াঙ্গনের বিশিষ্ট সংগঠক -আনোয়ার হোসেন খোকন

তারিখ : ১০:৪৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

মোঃ জামাল হোসেন।।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেন এই শুভদিনে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। প্রথমেই আমরা কিংবদন্তী ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি। তাঁর অক্লান্ত প্রচেষ্টা ও উদ্যম ছাড়া আমাদের মাঠজয় কাঙ্ক্ষিত রূপ পেতো না।

তিনি বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন আমাদের দেশের ক্রীড়াঙ্গনের একজন বিশিষ্ট সংগঠক। তিনি বিশেষ করে খেলাধুলার উন্নয়নে যে ভূমিকা রেখেছেন, তা আজও স্মরণীয়। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের টুর্নামেন্ট তাঁর নামেই আয়োজন করা হয়েছে, যা ক্রীড়াঙ্গনে তাঁর অবদানকে স্মরণ ও সম্মান জানাবার একটি অনন্য উদ্যোগ।

শুক্রবার (২৫ এপ্রিল ২০২৫) শাহরাস্তি উপজেলার চিতোষী আর এন্ড এম উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

তিনি আরো বলেন, এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা তরুণদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে পেরেছি, এটি নিঃসন্দেহে আমাদের ক্রীড়া জগতের জন্যে একটি ইতিবাচক পদক্ষেপ। খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব, একতা এবং চেতনার অনুশীলন। আমি টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ফাইনালে পৌঁছানো দুটি দল ইতোমধ্যেই প্রমাণ করেছে তাদের মেধা, পরিশ্রম এবং দলগত মনোভাব। আমি আশা করি আজকের ফাইনাল খেলা হবে চমৎকার, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং ফেয়ার প্লেতে ভরপুর। আমি ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে, যারা এতো সুন্দর ও সফলভাবে এই টুর্নামেন্ট আয়োজন করেছে।

একই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি উপস্থিত দর্শক, পৃষ্ঠপোষক ও সকল শুভানুধ্যায়ীর প্রতি। আজকের এই ফাইনাল ম্যাচ আপনাদের সবার জন্যে মাইলফলক হয়ে উঠুক। অন্তহীন সংকল্প, অকুণ্ঠ উৎসাহ আর নিঃস্বার্থ খেলা দেখার মনোভাব নিয়ে মাঠের দিকে দৃষ্টিপাত করুন। আমি নিশ্চিত, আজকের দিন ফুটবলপ্রেমীদের হৃদয়ে এক অমর স্মৃতি হয়ে থাকবে। আপনাদের সবার জন্যে শুভ কামনা রইলো। চলমান ফুটবলের উৎসব হোক সবার জন্যে আনন্দের, ঐক্যের এবং বন্ধুত্বের উৎস।

উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান পাটোয়ারী, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মো. মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী মেশকাত হোসেন, ক্রীড়া সংগঠক মোশাররফ হোসেন টুটুল, ক্রীড়া ব্যক্তিত্ব জাহিদুল ইসলাম দিপু, বিএনপি নেতা আবুল বাশার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আতাহার আহমেদ তানভীর ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শারাফত করিম শামীম। ফাইনাল খেলায় হাজীগঞ্জ ফ্রেন্ডস্ ক্লাবকে ১-৩ গোলের ব্যবধানে পরাজিত করে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব জয়লাভ করে।