নিউজ ডেস্ক।।
ঢাকা রাজারবাগ দরবার শরীফে ১২ই রবিউল আওয়াল উপলক্ষে বেশ কিছু কর্মসূচি পালিত হয়েছে।
আজ (২০ অক্টোবর) সারাদেশব্যাপী বিশেষ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) পালিত হয়েছে। এরই ধারাবাহিকতায় রাজারবাগ দরবার শরীফে বিশেষ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। শতাধিক সু-সজ্জিত গাড়িতে রাজধানীর রাস্তায় বিশেষ র্যালীর আয়োজন করে ঢাকা রাজারবাগ দরবার শরীফ।
এছাড়াও ঢাকা রাজারবাগ দরবার শরীফের উদ্যোগে বিশেষ ওয়াজ ও দোয়ার মাহফিল, প্রিয় নবীজির জীবনী নিয়ে রচিত বই প্রদর্শনী, সুন্নতি দ্রব্যের প্রদর্শনী, দেশ-বিদেশে একযোগে কোটি কোটি মিলাদ শরীফ মাহফিল, জনগণের মাঝে ৬৩ হাজার তাবারুকের প্যাকেট তাবারুক বিতরণ করেছে তারা।
আমাদের মুসলিম উম্মাহ’র প্রিয় নবীজির আকিক্বা হিসেবে বড় গরু ও মহিষ জবাই করেছে রাজারবাগ দরবার শরীফ। এছাড়াও ১২ই রবিউল আউয়াল বা সাইয়্যিদুল আইয়াদ শরীফ উপলক্ষে ৬৩দিন ব্যাপী মাহফিল চলমান আছে ঢাকাস্থ রাজারবাগ দরবার শরীফে
আরো দেখুন:You cannot copy content of this page