জহিরুল হক বাবু।।
দেশের দ্বিতীয় বৃহত্তম সবজি বাজার কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজারে এখন থেকে রশিদের মাধ্যমে সকল প্রকার সবজি ক্রয় বিক্রয় করতে হবে।
এ বিষয়ে মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাজারের সকল আরতদারদের সাথে উপজেলা প্রশাসনের জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তারের সভাপতিত্বে নিমসার বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন আরতদারগন উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার বলেন, এলাকায় বাজারগুলোতে খুচরা ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাতে সবজির দাম বাড়িয়ে দেয়। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করতে গেলে খুচরা ব্যবসায়ীরা মূল্য বৃদ্ধির কারণ হিসেবে নিমসার বাজারের পাইকারি ব্যবসায়ী বা আরতদারদের দায়ী করে খুচরা ব্যবসায়ীরা বলেন, নিমসার বাজারের পাইকারি ব্যবসায়ীরা সবজির দাম বাড়িয়ে দেয় এবং বিক্রির কোন রশিদ দেয় না।
যার কারনে খুচরা ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া যায় না। এখন থেকে পাইকারি ব্যবসায়ীরা সবজি বিক্রির ক্ষেত্রে সকল খুচরা ব্যবসায়ীদের রশিদ প্রদান করবে এবং ওই রশিদের মাধ্যমে পরবর্তীতে খুচরা ব্যবসায়ীদের মূল্য নির্ধারণ করা হবে। এছাড়া দ্রব্যমূল্য সহনশীল রাখা, মহাসড়কের উপর সবজির গাড়ী রেখে যানজট সৃষ্টি না করতে ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা দেয়া হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, মোকাম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাসিকুর রহমান মাসুক, ইউপি সদস্য অহিদ মেম্বার, মোঃ আবাদ মেম্বার, নুরুল ইসলাম মেম্বার, শাহ আলম মেম্বার, জাকির মেম্বার। ভাই ভাই বানিজ্যালয় প্রতিনিধি বিল্লাল হোসেন, যশোর বানিজ্যালয় প্রতিনিধি হারুনুর রশিদ, ময়নামতি বানিজ্যালয় প্রতিনিধি আবুল কাশেম, বন্ধু বানিজ্যালয় প্রতিনিধি মিন্টু মিয়া, সবুজ বানিজ্যালয় প্রতিনিধি মোঃ পিন্টু, চিশতিয়া বানিজ্যালয় প্রতিনিধি ইকবাল হোসেনসহ আরও অন্যান্য ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরো দেখুন:You cannot copy content of this page