স্টাফ রিপোর্টার।।
ওএমএস (Open Market Sale) এর ডিলারদের মাধ্যমে ন্যায্য মূল্যে চাল বিক্রির জন্য কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন মাহাবুর আলম টিপু।
বুধবার (৩০ এপ্রিল) ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার।
ওএমএস কার্যক্রমের মাধ্যমে সরকারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়। এই পদ্ধতিতে খোলা বাজারে চাল, আটা এবং গম বিক্রি করা হয়, যার ফলে সাধারণ মানুষের জন্য খাদ্যশস্যের সহজলভ্যতা নিশ্চিত হয়। এই কার্যক্রমের আওতায়, খাদ্য মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত এলাকা, পরিমাণ, সময় এবং মূল্য নির্ধারণ করা হয়।
ওএমএস এর মাধ্যমে বিক্রি করা খাদ্যশস্যের দাম বাজারের তুলনায় অনেক কম থাকে, যা দরিদ্র এবং নিম্ন আয়ের মানুষের জন্য খুবই উপকারী। এই কার্যক্রমের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে খাদ্যশস্যের দাম স্থিতিশীল রাখা সম্ভব হয়।
খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে, খাদ্য অধিদপ্তর ওএমএস এর আওতায় চাল, আটা এবং গম বিক্রি করে. এই কার্যক্রমের মাধ্যমে খাদ্যশস্যের সহজলভ্যতা নিশ্চিত করা এবং বাজারে খাদ্যশস্যের দাম স্থিতিশীল রাখা সম্ভব হয়।
নিয়োগপ্রাপ্ত ডিলার মাহাবুর আলম টিপু বলেন, সরকারের সকল নিয়ম নীতি মেনে কার্যক্রম পরিচালনা করবেন তিনি।
আরো দেখুন:You cannot copy content of this page