কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন ময়মনসিংহ ছাত্র কল্যাণ পরিষদের আগামী এক বছরের জন্য পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগে ১৪ তম ব্যাচের শিক্ষার্থী মো: মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী খন্দকার মোরসালিন হোসাইন।
মঙ্গলবার (১২ মার্চ) সদ্য-সাবেক সভাপতি জিয়াউল হক ও সাধারণ সম্পাদক হাশমী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এছাড়াও কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি এহসানুল হক ছোটন, সোয়াইব আহমেদ শান্ত, মো: রায়হানসহ আরো তেরজন। যুগ্ম-সাধারণ সম্পাদক রকিব আহমেদ, নাসির উদ্দীন সজীব, আতিক হাসান অন্তরসহ আরো ছয়জন। সাংগঠনিক সম্পাদক জাকির হাসান শান্ত, মনিরুজ্জামান রুমন, ইব্রাহিম হোসেনসহ আরো ছয়জন।
দপ্তর সম্পাদক রাশিদুল ইসলাম শুভ, প্রচার সম্পাদক মিজানুর রহমান শরীর, অর্থ সম্পাদক ফিরোজ আল ফেরদৌস, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশিক, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ফৌজিয়া সুলতানা, আইন বিষয়ক সম্পাদক নাহিদুল ইসলাম সাঈদ,ছাত্রী বিষয়ক সম্পাদক তাহিয়া অর্পি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আকাশ। কার্যনির্বাহী সদস্য দেলোয়ার হোসেন, ইলিয়াস ইসলাম শুভ, মো: হিজবুল্লাহ আরেফিন তাজবীসহ আরো দশজন।
আরো দেখুন:You cannot copy content of this page