০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দাউদকান্দিতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য; দশ মামলার আসামী সোহাগ গ্রেপ্তার কুমিল্লায় ‘আল-বারাকা’ বাসের চাপায় ‘পাপিয়া’ বাসের হেলপার নিহত কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২৭ সদস্য গ্রেফতার, দেশি অস্ত্র জব্দ দাউদকান্দিতে আলোচিত মামুন সম্রাট হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার একসাথে চার কবর: ইউটার্নে নিভে গেলো কুমিল্লার এক আলোকিত পরিবার বৃদ্ধ বাবা-মাকে নিয়ে কুমিল্লায় গ্রামের বাড়ি যাচ্ছিলেন দুই ছেলে, পথে ৪ জনই নিহত কুমিল্লার লালমাইয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ২৫ বছরের প্রবাসের অর্জন লুট কুমিল্লায় অচেতন করে তরুণীকে ধর্ষণ, সমন্বয়কের বিরুদ্ধে মামলা বাসে শ্লীলতাহানি-ছিনতাইয়ের শিকার কুবি শিক্ষার্থী, দুই অভিযুক্তের কারাদণ্ড কুমিল্লায় সিমেন্টবাহী লরির নিচে প্রাইভেটকার, একই পরিবারের ৪ জন নিহত

কুবি’র সুনীতি শান্তি হলে বিজয়ের উল্লাসে সাংস্কৃতিক সন্ধ্যা

  • তারিখ : ০৯:৩০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • 11

ফয়সাল মিয়া, কুবি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সুনীতি শান্তি হলে ‘বিজয়ের আনন্দে নবজাগরণ’—এ প্রতিপাদ্যে মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ই ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় হল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধমে অনুষ্ঠানের সূচনা হয়। বাংলা বিভাগের শিক্ষার্থী ফারহা খানম কোরআন থেকে তেলাওয়াত করেন এবং লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী অর্পিতা দে গীতা পাঠ করেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং হল প্রাধ্যক্ষ ড. মোসা. শাহিনুর বেগম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

বিজয় দিবসের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ী দলের সদস্যরা হলেন—মোসা: মারুফা খাতুন ও মিথিলা হক তুলি; রানার আপ তথা বিজিত দলের সদস্যরা হলেন—ফাতেমা আক্তার হীরা ও সাদিয়া খানম প্রিয়া। এছাড়াও প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন সাদিয়া আফরিন মোহনা এবং জাজ অব দ্যা টুর্নামেন্টের হয়েছেন সোনিয়া সুলতানা। অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী তাদের হাতে পুরুস্কার তুলে দেন। পরে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। যেখানে দেশাত্মবোধক গান , নৃত্যসহ বেশ কিছু ইভেন্ট রাখা হয়।

সুনীতি শান্তি হলের প্রাধ্যক্ষ ড. মোছা: শাহিনুর বেগম বলেন, “এই অনুষ্ঠানটি ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে। ২০২২ সালে এই হলটি উদ্বোধন করা হয়েছে। যদিও এই হলটি নতুন তবুও এখানে অনেক সমস্যা রয়েছে যা এখনো সমাধান হয় নি। এই সমস্যা নিয়েই হলে মেয়েরা অবস্থান করছে। কিছু সমস্যা আমি সমাধান করার চেষ্টা করছি, আর বাকি সমস্যাগুলো সমাধান করার জন্য আমি প্রশাসনের কাছে সহায়তা কামনা করছি। এতে হলে অবস্থানরত মেয়েদের জন্য ভালো হবে। ”

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন , “তোমরা প্রত্যেকেই একেকজন গুনী মেয়ে। তোমাদের মতো অনেক মেয়েরাই জীবন দিয়েছে এই দেশের স্বাধীনতার জন্য। দেশের উন্নয়নের জন্যে তোমাদের প্রত্যেকেই কাজ করতে হবে। আমরা যেন সমাজ ও জাতির বোঝা না হই। সমাজকে, দেশকে, বাঙালি জাতিকে উপরে উঠানোর জন্য তোমরা সহায়ক হবে। এজন্য প্রত্যেককেই নিজের পজিশন থেকে এমন কিছু করতে হবে যেন সমাজের জন্য জাতির জন্য উপকারী হয়ে যাও। দেশ ও জাতিকে উন্নয়নের জন্য একজন সহায়ক মানুষ হও।”

এ সময় ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ মাকসুদুল করিম, সহযোগী অধ্যাপক সাইদুল আল-আমিন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও হলের আবাসিক শিক্ষক অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা আক্তার, আইন বিভাগের সহকারী অধ্যাপক সাঈদা তালুকদার রাহী, রসায়ন বিভাগের প্রভাষক খন্দকার আফরিনা হকসহ হলের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা দায়িত্ব ছিলেন ফাতেমা-তুজ-জোহুরা মীম, সাদিয়া আফরিন মোহনা ও তারিন সুমাইয়া।

কুবি’র সুনীতি শান্তি হলে বিজয়ের উল্লাসে সাংস্কৃতিক সন্ধ্যা

তারিখ : ০৯:৩০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

ফয়সাল মিয়া, কুবি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সুনীতি শান্তি হলে ‘বিজয়ের আনন্দে নবজাগরণ’—এ প্রতিপাদ্যে মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ই ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় হল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধমে অনুষ্ঠানের সূচনা হয়। বাংলা বিভাগের শিক্ষার্থী ফারহা খানম কোরআন থেকে তেলাওয়াত করেন এবং লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী অর্পিতা দে গীতা পাঠ করেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং হল প্রাধ্যক্ষ ড. মোসা. শাহিনুর বেগম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

বিজয় দিবসের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ী দলের সদস্যরা হলেন—মোসা: মারুফা খাতুন ও মিথিলা হক তুলি; রানার আপ তথা বিজিত দলের সদস্যরা হলেন—ফাতেমা আক্তার হীরা ও সাদিয়া খানম প্রিয়া। এছাড়াও প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন সাদিয়া আফরিন মোহনা এবং জাজ অব দ্যা টুর্নামেন্টের হয়েছেন সোনিয়া সুলতানা। অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী তাদের হাতে পুরুস্কার তুলে দেন। পরে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। যেখানে দেশাত্মবোধক গান , নৃত্যসহ বেশ কিছু ইভেন্ট রাখা হয়।

সুনীতি শান্তি হলের প্রাধ্যক্ষ ড. মোছা: শাহিনুর বেগম বলেন, “এই অনুষ্ঠানটি ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে। ২০২২ সালে এই হলটি উদ্বোধন করা হয়েছে। যদিও এই হলটি নতুন তবুও এখানে অনেক সমস্যা রয়েছে যা এখনো সমাধান হয় নি। এই সমস্যা নিয়েই হলে মেয়েরা অবস্থান করছে। কিছু সমস্যা আমি সমাধান করার চেষ্টা করছি, আর বাকি সমস্যাগুলো সমাধান করার জন্য আমি প্রশাসনের কাছে সহায়তা কামনা করছি। এতে হলে অবস্থানরত মেয়েদের জন্য ভালো হবে। ”

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন , “তোমরা প্রত্যেকেই একেকজন গুনী মেয়ে। তোমাদের মতো অনেক মেয়েরাই জীবন দিয়েছে এই দেশের স্বাধীনতার জন্য। দেশের উন্নয়নের জন্যে তোমাদের প্রত্যেকেই কাজ করতে হবে। আমরা যেন সমাজ ও জাতির বোঝা না হই। সমাজকে, দেশকে, বাঙালি জাতিকে উপরে উঠানোর জন্য তোমরা সহায়ক হবে। এজন্য প্রত্যেককেই নিজের পজিশন থেকে এমন কিছু করতে হবে যেন সমাজের জন্য জাতির জন্য উপকারী হয়ে যাও। দেশ ও জাতিকে উন্নয়নের জন্য একজন সহায়ক মানুষ হও।”

এ সময় ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ মাকসুদুল করিম, সহযোগী অধ্যাপক সাইদুল আল-আমিন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও হলের আবাসিক শিক্ষক অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা আক্তার, আইন বিভাগের সহকারী অধ্যাপক সাঈদা তালুকদার রাহী, রসায়ন বিভাগের প্রভাষক খন্দকার আফরিনা হকসহ হলের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা দায়িত্ব ছিলেন ফাতেমা-তুজ-জোহুরা মীম, সাদিয়া আফরিন মোহনা ও তারিন সুমাইয়া।