কুমিল্লায় অজ্ঞান ও মলমপার্টির ৭ সদস্য গ্রেপ্তার; চোরাই ৩টি মিশুক অটোরিক্সা উদ্ধার

নেকবর হোসেন।।
কুমিল্লায় আন্তঃজেলা অজ্ঞানপার্টির সক্রিয় সাত সদস্যকে গ্রেপ্তার করেছে লাকসাম থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে।

রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার চান্দিনা থানার মাধাইয়া, মুরাদনগর থানার নলুয়া চৌমুহনীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ শাহজাহান (২৬), পিতা- জাকির হোসেন, মাতা- হোসনেয়ারা বেগম, সাং- পনসাহী (হাজী বাড়ী), পোঃ রহিমা নগর, থানা- কচুয়া, জেলা- চাঁদপুর

২। মিজানুর রহমান (৩১), পিতা- আলী আহম্মদ, মাতা- মনোয়ারা বেগম, সাং- পনসাহী (হাজী বাড়ী), পোঃ রহিমা নগর, থানা- কচুয়া, জেলা- চাঁদপুর

৩। নুর ইসলাম (২৪), পিতা- মোঃ হারুন অর রশিদ, সাং- নাওতলা, ০৫নং ওয়ার্ড, মাধাইয়া (কুরবান গাজী বাড়ী), থানা- চান্দিনা, জেলা- কুমিল্লা

৪। মোঃ মিজান (২৩), পিতা- মৃত মোঃ নেজাম, মাতা- ফাতেমা বেগম, বর্তমান ঠিকানা সাং- ইয়াছিন মার্কেট, টমচম ব্রীজ, থানা- সদর দক্ষিণ, জেলা- কুমিল্লা, স্থায়ী ঠিকানা- ডিসি রোড মিয়ার বাবার মসজিদ সংলগ্ন কবরস্থানের পাশে বাড়ী, থানা- বাকলিয়া, জেলা- চট্টগ্রাম

৫। মোঃ হানিফ (৩২), পিতা- মোঃ সুরুজ মিয়া, মাতা- রংমালা, সাং- নহল (কফিল উদ্দিনের বাড়ী), থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা

৬। শিপন মিয়া (২৩), পিতা- মৃত ইসমাইল মিয়া সাং- বড়ইয়াকুরি, জাহাপুর ইউপি, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা বর্তমান ঠিকানা- মাধাইয়া বাজার, ০৫নং ওয়ার্ড, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লা

৭। মোঃ সুমন আহমেদ (২৫), পিতা- মোঃ দুলাল মিয়া, মাতা- পারুল মিয়া, সাং- নাওতলা, ০৫নং ওয়ার্ড, মাধাইয়া, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লাদের আটক করে।

সোমবার সাংবাদিকদের এই তথ্য জানান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) খন্দকার আশফাকুজ্জামান।

তিনি জানান, কুমিল্লার বিভিন্ন উপজেলা, চট্টগ্রাম, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় দীর্ঘদিন থেকে বিভিন্ন কৌশলে তারা খাবারে বিষ দিয়ে মিশুক, অটোরিকশা চালকদের অচেতন করে সব চুরি করতো। গোপন খবরে ছয় জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে মিশুক গাড়িসহ মোবাইল উদ্ধার করা হয়। পাশাপাশি বিভিন্ন উপজেলা থেকে একই কায়দায় চোরাই আরও দুটি মিশুক গাড়ি উদ্ধার করে পুলিশ।

আশফাকুজ্জামান জানান, একটি চুরির সূত্র ধরে শাহজাহানকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে চক্রে অন্তত ১০ সক্রিয় সদস্য আছে বলে জানা যায়। তাদের বিরুদ্ধে লাকসাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

You cannot copy content of this page